এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘দিদির সৎ সাহস’ নিয়ে প্রশ্ন তুলে এবার বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি

‘দিদির সৎ সাহস’ নিয়ে প্রশ্ন তুলে এবার বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে সোমবার আহত হলেন পূর্ব মেদিনীপুরের বিজেপির জেলাসভাপতি প্রদীপ দাস। অভিযোগ উঠেছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতিদের আঘাতে আহত হন তিনি। এদিন আহত এই বিজেপি নেতাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মঙ্গলবার রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী তলমুক হাসপাতালে গিয়ে আহত এই জেলা সভাধিপতির সাথে সাক্ষাৎ করলেন। এরপর খুবই দুর্বিনীত ভাষায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করে সংবাদমাধ্যমকে বললেন, ”দিদি বলেছেন গণন্ত্রাতিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে ভোট হবে। এটা তার নমুনা।” তিনি আরোও অভিযোগ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যের স্বৈরতন্ত্রের চরম রূপ প্রকাশ পেয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কার্যত আস্ফালন করে বললেন, ”দিদির যদি সত্‍ সাহস থাকে, তাহলে গণন্ত্রাতিক ভাবে ভোট করুক। পুলিশকে ঠুঁটো জগনাথ না করে তাদের কাজ করতে দিন।” তিনি এদিন একথা ও বললেন যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে যেরকম পরিবেশই তৈরী হোক না কেনো বিজেপি শেষ অবধি জয়ের জন্যে লড়াই করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!