এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি ছাড়ছেন জয়প্রকাশ? নয়া বক্তব্যে স্পষ্ট “মন খারাপ”!

বিজেপি ছাড়ছেন জয়প্রকাশ? নয়া বক্তব্যে স্পষ্ট “মন খারাপ”!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে রাজ্যের একের পর এক নেতারা বিদ্রোহ করতে শুরু করেছেন। নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করছেন। আর এই পরিস্থিতিতে রাজ্য কমিটিতে জায়গা না পাওয়া দুই বর্ষীয়ান বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সমীরন সাহা পৌঁছে যান জয়প্রকাশ মজুমদারের বাড়িতে। দীর্ঘক্ষন তিন নেতার মধ্যে আলোচনা হয়।

আর তারপর থেকেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি এই তিন গুরুত্বপূর্ণ নেতা এবার বড় কোনো সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে নানা মহলে আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে এই পরিস্থিতিতে নিজের বক্তব্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিজেপি করা দুই নেতা কমিটিতে জায়গা না পাওয়ায় যে তার কিছুটা হলেও মন খারাপ হয়েছে, তা নিজের বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন জয়প্রকাশ মজুমদারের বাড়িতে উপস্থিত হন দুই বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সমীরন সাহা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন জয়প্রকাশ মজুমদার। আর তারপরেই এই বিষয়ে সাংবাদিকরা জয়প্রকাশবাবুকে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণ জবাব দিতে দেখা যায় জয়প্রকাশ মজুমদারকে। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সমীরন সাহা 30-35 বছর ধরে বিজেপি করছেন। এই যে বললেন নতুন কমিটিতে ব্রাত্য, সেটা খুবই গন্য ব্যাপার। আজকে বিজেপি যে বিরোধী দলের জায়গায় পৌঁছছে, সেখানে যাদের অবদান এবং আত্মত্যাগ আছে, তার মধ্যে প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সমীরন সাহা অন্যতম দুজন। চা খেতে খেতে এই সমস্ত কথাবার্তাই হচ্ছিল।”

স্বভাবতই জয়প্রকাশ মজুমদার যে এই দুই পুরনো বিজেপি নেতার অবদানকে স্মরণ করলেন, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি তিনি নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে, বর্তমানে বিজেপি এই জায়গায় পৌঁছেছে, এই সমস্ত পুরনো নেতাদের আত্মত্যাগ এবং কাজকর্মের জন্য। পাশাপাশি জয়প্রকাশবাবুর এই বক্তব্যের মধ্য দিয়ে তার যে একটা মন খারাপের অভিব্যক্তিও উঠে এলো, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!