এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি ছেড়ে বামেদের সাথে দুই টেলিতারকা, কিন্তু বাম তারকা ও কর্মীদের প্রবল ক্ষোভ প্রকাশ্যে

বিজেপি ছেড়ে বামেদের সাথে দুই টেলিতারকা, কিন্তু বাম তারকা ও কর্মীদের প্রবল ক্ষোভ প্রকাশ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছিল বিভিন্ন দলে নাম লেখাতে। সেক্ষেত্রে গেরুয়া শিবিরে এমন অনেককেই দেখা গিয়েছিল। কিন্তু ভোট মেটার সাথে সাথেই গেরুয়া শিবিরে ধ্বস নামে এবং ধীরে ধীরে অনেকেই বিজেপি ছেড়ে গিয়েছেন। কেউ পুরোপুরি রাজনীতি ছেড়ে দিচ্ছেন আবার অনেকেই এই দল থেকে অন্য দলে যোগ দিচ্ছেন। সেরকমই এবার বিজেপি ছেড়ে বামেদের সাথে হাত মেলালেন অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং রুপা ভট্টাচার্য। কার্যত যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিনে 500 দিন উপলক্ষে একটি বিশেষ কর্মসূচি ছিল। যেখানে হাজির ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্যসহ একাধিক বাম নেতৃত্ব।

ওই কর্মসূচিতেই দেখা মেলে অনিন্দ্য বন্দোপাধ্যায় এবং রুপা ভট্টাচার্যের। এদিকে বামেদের মিছিল থেকে শুরু করে বাম কর্মসূচিতে এই দুই অভিনেতা-অভিনেত্রীর যুক্ত হওয়া নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন দীর্ঘদিনের বাম সমর্থক তথা কর্মী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুক পোস্ট করে তিনি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি দল ছাড়ারও তিনি বার্তা দিয়ে রাখলেন। প্রসঙ্গত শতরূপ ঘোষের সঙ্গে অনিন্দ্য এবং রুপাকে ছবি তুলতে দেখা যায়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এবং এরকম একটি ছবি ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যে এই ছবিকে ঘিরে ক্ষোভ উগড়ে দিয়েছেন বামেদের নিচুতলার কর্মীরাও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি কোনো কিছু পাওয়ার কারণে রাজনীতি করেননা। রাজনীতি করাটা তার আদর্শগত অন্যতম চিন্তাধারা। তাই সিপিএমের মঞ্চে যদি টিকিট না পাওয়া হতাশ বিজেপি জায়গা পায়, তাহলে তিনি সিপিএম ছেড়ে দেবেন। কার্যত রাহুলের অভিযোগ, যারা কোনো সাম্প্রদায়িক দলের সঙ্গে জড়িয়ে ছিল তাঁরা সেলিব্রেটি হলেও তাঁদের সঙ্গে কোনদিন একমঞ্চে রাহুল থাকবেন না। অন্যদিকে রাহুল বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন আর এক অভিনেত্রী উষসী চক্রবর্তী। কার্যত একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে টিকিট পাননি এই অনিন্দ্য ও রূপা এই দুই তারকা।

তবুও তারা দলের হয়ে রাস্তায় নেমে স্লোগান দেন। পাশাপাশি বিজেপি হেরে যাবার পরেই তাঁরা সুর বদলে ফেলেন। তবে বামেদের সঙ্গে যুক্ত হবেন তাঁরা এমন আশা কেউ করেননি। অন্যদিকে রাহুল কিংবা অন্যান্য বাম কর্মীরা তীব্র ক্ষোভ উগরে দিলেও এই নিয়ে এখনো পর্যন্ত বামেদের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শূন্য অবস্থায় থাকার পর বামেদের শিবিরে গেরুয়া সংগঠন থেকে কেউ যোগ দেবে এটা বোধহয় বামেরাও ভাবেননি। তাই বাম নেতারা এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!