এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর চালে উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি

মুখ্যমন্ত্রীর চালে উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি

কেন্দ্রে এনডিএ জোট থেকে একে একে জোট প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি । এরপর জোট প্রস্তাব প্রত্যাহারের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনা , রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। এরপর খুব শীঘ্রই এই তালিকায় নাম অর্ন্তভূক্তির কথা জানালো গোর্খা জনমুক্তি মোর্চা। এদিন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়করা জানালেন আসন্ন রাজ্যসভায় তারা এবার তৃণমূলকেই সমর্থন করবে । নয়া জিজেএম সুপ্রিমো বিনয় তামাং এনডিএ ছাড়ার বার্তা দেওয়ার পরও রাজ্য বিজেপি মনে করছিল, মোর্চার তিন বিধায়ক আগের মতো তাঁদের সঙ্গেই থাকবেন। কিন্তু বিশেষ সূত্রে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে, মোর্চার বিধায়করা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্যসভার ভোটে তাঁরা তৃণমূলের সঙ্গেই থাকবেন। আসন্ন রাজ্যসভায় তাঁরা কাকে ভোট দেবেন, তা চূড়ান্ত করবে তৃণমূল কংগ্রেসই। সেক্ষেত্র তাঁরা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে ভোট দিতে পারেন। এরফলে খুব স্বাভাবিক ভাবেই মনে করা যেতে পারে পাহাড়ের আসনটিও এবার বিজেপি হারাতে চলেছে মোর্চার এনডিএ থেকে নাম প্রত্যাহার করার ফলে। রাজনৈতিক মহলের অভিমত, লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনটি তৃণমূল কংগ্রেস বা তাঁদের শরিক হিসেবে গোর্খা জনমুক্তি মোর্চা পেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!