এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসাবে আবারও ভেসে উঠল সৌরভ গাঙ্গুলির নাম, তিনি নিজে কি বলছেন?

বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসাবে আবারও ভেসে উঠল সৌরভ গাঙ্গুলির নাম, তিনি নিজে কি বলছেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই ময়দানে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। এবারের নির্বাচনে মূল লড়াই যে তৃণমূল এবং বিজেপির মধ্যেই হবে, তা কার্যত নিশ্চিত সকলের কাছে। তবে তৃণমূল ক্ষমতায় ফিরলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এটা প্রায় প্রত্যেকেই জানেন। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের মুখ্যমন্ত্রী মুখ কে হবেন, তা নিয়ে এখন তীব্র জল্পনা তৈরি হয়েছে।

কখনও দিলীপ ঘোষ, কখনও মুকুল রায় মুখ্যমন্ত্রী মুখ হতে পারেন বলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছিল। তবে এই সমস্ত কিছুর বাইরেও একজনের নাম নিয়ে প্রবল আলোচনা তৈরি হয়েছিল। তিনি হলেন বাংলার‌ দাদা, ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। তাহলে কি 2021 এ রাজ্যের ক্ষমতা দখল করতে সৌরভ গাঙ্গুলিকেই মুখ করছে বিজেপি?

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সৌরভের সঙ্গে দলের কথা হয়েছে কি না, আমার জানা নেই। আমাদের দলে ভোটের আগে এসব ঘোষনার রেওয়াজ নেই। আগে তো ভোটে জিতি। তারপর মুখ বা মুখ্যমন্ত্রীর নাম সকলেই জেনে যাবেন।” এদিকে এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলি শিবিরের পক্ষ থেকেও তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গবাসী স্বপন দাশগুপ্তেরও বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে এই ব্যাপারে অবশ্য সাবধানী বক্তব্য রাখতেই শোনা গেছে স্বপন দাশগুপ্তকে।

এদিন তিনি বলেন, “মুখের বিষয়ে দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্ত সকলকে মানতে হবে। এর বেশি কিছু বলার নেই।” এদিকে সঙ্ঘ থেকে উঠে আসা অনির্বাণ গঙ্গোপাধ্যায়েরও 2021 এ বিজেপির মুখ হওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি তাকে সামনে রেখেই বিজেপি লড়াই করবে? এদিন তিনি বলেন, “ও সব সম্পূর্ণ গুজব। সারা বছর বাংলার মানুষের পাশে থাকা কেউই হয়ত হবেন। সময় সব বলবে।”

আর সৌরভ গাঙ্গুলি, স্বপন দাশগুপ্ত এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামকে কেন্দ্র করে জল্পনা চললে, এবার তার পাশাপাশি নাম উঠে এসেছে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র। তবে তিনিও এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে কিছুটা সাবধানেই মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি এই নিয়ে একটি শব্দও খরচ করব না।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কে বিজেপির মুখ হবে, তা সত্যিই কেউ জানেন না।

কেননা বিজেপির মত দলে আগে নির্বাচনে লড়ে সাফল্য পাওয়া, তারপর মুখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুপোকাত করতে বিজেপিকে এমন কোনো মুখ আনতে হবে, যার উপর ভর করে তৃণমূলকে সরাতে সক্ষম হয় ভারতীয় জনতা পার্টি। ফলে এই সমস্ত বিশিষ্ট রাজনীতিবিদ থেকে শুরু করে হেভিওয়েটদের নাম বিজেপির মুখ নিয়ে চর্চা শুরু হওয়ায় এদের মধ্যে কেউ 2021 এ সত্যি সত্যিই বিজেপির মুখ হন কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!