এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে আবারো জোরালো হল সৌরভের নাম, মুকুলের নতুন চালে বাড়ছে জল্পনা?

 বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে আবারো জোরালো হল সৌরভের নাম, মুকুলের নতুন চালে বাড়ছে জল্পনা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এ বিজেপি পরিবর্তনের লক্ষ্যে লড়াই চালিয়ে গেলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের গ্রহণযোগ্য মুখ নেই বলে নানা সময়ে দাবি উঠেছে। সেদিক থেকে মাঝে বাংলার মহারাজ সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির আগামীদিনের মুখ হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই জল্পনা মিলিয়ে যায়। কিন্তু আবার নতুন করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে।

সূত্রের খবর সৌরভবাবুর সঙ্গে বিজেপির শীর্ষস্তরের খুব ভালো যোগাযোগ রয়েছে। আর এমত পরিস্থিতিতে হঠাৎ করেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলের মুখ করা নিয়ে প্রশ্ন করা হয় মুকুল রায়কে। যেখানে ঘনিষ্ঠ মহলে মুকুলবাবু জানিয়ে দেন, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি রাজি হন, তাহলে তিনি তা সমর্থন করবেন। আর মুকুল রায়ের এই মন্তব্যের পরেই আবার নতুন করে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী মুখ করা নিয়ে বিজেপির অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।

অনেকে বলছেন, এটা মুকুল রায়ের একটা সূক্ষ্ম কৌশল। সাম্প্রতিককালে তাকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি করা হয়েছে। বাংলার বিধানসভা নির্বাচনে বেশি সংখ্যক আসনে জেতার পেছনে মুকুলবাবুর অবদান যে থাকবে, তা বলাই যায়। তাই সেই পরিস্থিতিতে দলের গোষ্ঠী কোন্দল যদি বাড়তে থাকে, তাহলে সেই কাজ করা সম্ভব হবে না মুকুল রায়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই নিজের মান বাঁচাতে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বিজেপির অন্দরে যখন তীব্র জল্পনা চলছে, ঠিক তখনই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেছে নিয়ে তিনি এই ধরনের মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইলেন, বিজেপিতে কোনোরকম গোষ্ঠী কোন্দল হবে না। কেননা সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মুখ করা হলে তেমন ভাবে কেউ আপত্তি করতে পারবে না। তাই সেই ব্যাপারে নিজের মতামত জানিয়ে দিয়ে সূক্ষ্ম কৌশল অবলম্বন করলেন মুকুল রায় বলে দাবি একাংশের।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির 2021 এর মুখ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। যেখানে দিলীপ ঘোষ থেকে শুরু করে স্বপন দাশগুপ্ত, বাবুল সুপ্রিয়, মুকুল রায় সহ একাধিক নাম নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে বিজেপির পক্ষ থেকে প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, ভোটে জয়লাভের পর তারা মুখ্যমন্ত্রী মুখ ঠিক করবে। সেভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে না। তবে অনেকেই বলেছিলেন যে, যদি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত কোনো মুখ্যমন্ত্রী মুখ করে এগোনো যায়, তাহলে দলের গোষ্ঠী কোন্দল কমানো সম্ভব হবে।

আর এবার মুকুল রায়ের গলাতেও সেই একই কথা শোনা যাওয়ায় গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করল। যা দেখে অনেকেই বলছেন, হয়ত বা দলের গোষ্ঠী কোন্দলকে এড়িয়ে যাওয়ার জন্যই মুকুলবাবু এই ধরনের কথা বললেন। কিন্তু যদি সত্যি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ করে বিজেপি আগামী দিনে নির্বাচনে নামে, তাহলে তা তৃণমূলের কাছে অত্যন্ত চাপের কারণ হবে। পাশাপাশি বিজেপির কাছেও তা সাফল্যের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়াবে বলেই মত বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!