এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির এই শরিক এবার জোট বাঁধতে চলেছে কংগ্রেসের সাথে জল্পনা তুঙ্গে

বিজেপির এই শরিক এবার জোট বাঁধতে চলেছে কংগ্রেসের সাথে জল্পনা তুঙ্গে

নয়া রাজনৈতিক ইতিহাস গড়তে চলছে দেশের অন্যতম বিতর্কিত রাজ্য জম্মু ও কাশ্মীর। গত মাসেই এই রাজ্যে পিডিপি দলের ওপর থেকে জোট সমর্থন প্রত্যাহার করে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকার ঐ রাজ্যে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান জানাতে রাজ্যে রাজ্যপাল শাসন জারী করেছে । এমত অবস্থায় আগামী লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে নিজেদের অবস্থান সুদৃঢ়করণ করতে নতুন কৌশল হাত শিবিরের। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং’র বাসভবনে কংগ্রেস দলের প্রথম সারির নেতা করণ সিং, পি চিদাম্বরম, গুলাম নবি আজাদ ও অম্বিকা সোনির উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকের বিষয়বস্তু ছিলো কংগ্রেস আগামী দিনে পিডিপির সাথে আসন সমঝোতা করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ শক্ত করবে না কি উপত্যকার অন্য দল ন্যাশনাল কনফারেন্সকে জোট প্রস্তাব দেবে এইসব বিষয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সংশ্লিষ্ট বিষয়ে বিশদে আলোচনার জন্যেই দলের সব অভিজ্ঞ নেতাদের সম্মিলিত ভাবে এই বৈঠকের আয়োজন। প্রসঙ্গতঃ ৮৭ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় ২৮টি আসন রয়েছে পিডিপি দলের, ২৫ টি আসন গেরুয়া শিবিরের এবং অবশিষ্ট আসনগুলির মধ্যে ১২ টি রয়েছে কংগ্রেসের । গত মাসে পিডিপি ওপর থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করায় পিডিপি দল সংখ্যা লঘু হয়ে পড়ে। ফলস্বরূপ ঐ রাজ্যের মন্ত্রীসভা ভেঙে যায় এবং মুখ্যমন্ত্রী পিডিপি দলের নেত্রী মেহবুবা মুফতি পদত্যাগ করেন। সেই সময়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ পিডিপি দলের সাথে কংগ্রেসের জোট সম্ভবনার কথা নাকচ করেছিলেন। কিন্তু সূত্রে খবর অনুসারে জানা যাচ্ছে, গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি কংগ্রেস নেতৃত্বের সাথে গোপণে বৈঠক করেছেন। যা আগামী দিনে পিডিপি এবং কংগ্রেসের জোট সম্ভবনার বিষয়ে একপ্রকার নিশ্চিত করছে বলে মনে করেছে রাজনৈতিক মহল। সূত্র মারফত আরোও জানা গিয়েছে কংগ্রেস দল অল্প কিছুদিনের মধ্যেই শ্রীনগরে দু’দিন ব্যাপী একটি আলোচনার সভার আয়োজন করতে চলেছে। যা আগামী দিনে এই সম্ভবনাকে অনেকটাই উস্কে দিচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!