এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রচারে বেরোতেই বিজেপি কর্মীর হাত কেটে নেওয়ার অভিযোগ, তীর বামফ্রন্ট ও কংগ্রেসের দিকে

প্রচারে বেরোতেই বিজেপি কর্মীর হাত কেটে নেওয়ার অভিযোগ, তীর বামফ্রন্ট ও কংগ্রেসের দিকে

মালদহের হরিশচন্দ্রপুরের দৌলতপুর-২ গ্রামপঞ্চায়েত এলাকায় এক বিজপি প্রার্থী প্রচারে বেরোনোর দরুন  হাত কেটে নেওয়ার অভিযোগ উঠলো। অভিযোগের তীর কংগ্রেস ও সিপিএমের দিকে। এই বিষয়ে অদন্ত করছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।  হরিশচন্দ্রপুরের দৌলতপুর-২ গ্রামপঞ্চায়েত এলাকায় বিজেপি মনোনীত প্রার্থী হলেন ফইজুল নেহা। তিনি এবং তাঁর স্বামী আসাদুল হক মাত্র কদিন আগেই কংগ্রেস দলের সদস্য পদ ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপর থেকেই তাঁদের উপর এলাকার কংগ্রেস ও সিপিএমের সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে ছিলেন। বৃহস্পতিবার রাতে ফইজুল নেহার হয়ে প্রচার সেরে স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন আসাদুল। সেই সময়ে এলাকার বাসিন্দা কংগ্রেস ও সিপিএমের কর্মী সর্মথক সাইদুল ইসলাম, রইম আলি, রমজান আলি সহ আরও কিছু মানুষজন তাঁর ওপরে চড়াও হয়। অভিযোগ ওঠে এইসময়ে আসাদুল মিঞার ওপরে লাঠি, রড দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। এমনকী তাঁর শরীরে হাঁসুয়ার কোপ পর্যন্ত বসায় আক্রমনকারীরা। আসাদুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুষ্কৃতিরা ঐ স্থান ছেড়ে পালিয়ে যায়। গুরুতর জখম আসাদুল মিঞাকে এরপরে চিকিৎসার প্রয়োজনে চাঁচল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে হাঁসুয়ার আঘাতে তাঁর মাথায় ও ডান হাতে গুরুতর চোট লাগে। আক্রান্ত আসাদুল মিঞা এই ঘটোনার তদন্ত চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!