এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনলেন হেভিওয়েট মন্ত্রী! অস্বস্তিতে গেরুয়া শিবির

বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনলেন হেভিওয়েট মন্ত্রী! অস্বস্তিতে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ দুর্যোগের পর বিভিন্ন জায়গায় তৃণমূলের নানা পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। গোটা বিষয়টি হাতিয়ার করে ময়দানে নেমে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে তারা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, বিরোধীদের চাপের মুখে পড়ে সেই সমস্ত পঞ্চায়েতের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস।

তবে প্রথম থেকেই অবশ্য বিজেপির দাবি ছিল, সামনে বিধানসভা নির্বাচন। তাই চাপে পড়ে তৃণমূল দলীয় নেতাদের বিরুদ্ধে শোকজের উদ্যোগ গ্রহণ করছে। তবে গেরুয়া শিবির যখন এই সমস্ত বক্তব্য তুলে ধরে তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া, ঠিক তখনই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, যে সমস্ত জায়গায় বিজেপির পঞ্চায়েত রয়েছে, সেখানেও ব্যাপক দুর্নীতি হচ্ছে। ভয়াবহ দুর্যোগের টাকা আত্মসাৎ করেছেন বিজেপির অনেক জনপ্রতিনিধি।

আর তৃনমূলের পক্ষ থেকে এই অভিযোগ করার সাথে সাথেই তা নিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি বলেছিলেন, “যদি আমাদের দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তাহলে তৃণমূল তাদের তালিকা প্রকাশ করুক। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।” আর এবার গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়ে দুর্নীতির অভিযোগ তুলে প্রায় 800 বিজেপি পঞ্চায়েত সদস্যদের তালিকা প্রকাশ করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই তালিকা প্রকাশ করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সব মেম্বারদের নিয়ে বিজেপি চুপ কেন? তবে কি নীচুতলার এসব টাকা বিজেপির রাজ্যস্তর পর্যন্ত যায়! তবে কি দিলীপবাবুও এই টাকার ভাগ পায়? আমাদের দলে অনুশাসন আছে, তাই আমরা শাস্তি দেই। আর ওরা সব জেনেও চুপ থাকে, আড়াল করে।” মন্ত্রীর দাবি, তিনি যে তালিকা প্রকাশ করেছেন, তা বসিরহাট, বাগদা, বনগাঁ, বাদুড়িয়া সহ বিজেপির নানা পঞ্চায়েতের সদস্যদের দুর্নীতির তালিকা। আর জ্যোতিপ্রিয় মল্লিক এই তালিকা প্রকাশ করার সাথে সাথেই এবার রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলত গেরুয়া শিবির। কিন্তু এবার যেভাবে দিলীপ ঘোষের বক্তব্যের পর বিজেপির 800 সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাতে বিজেপির অস্বস্তি ক্রমশ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, তৃণমূলের পক্ষ থেকে বিজেপি সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর, বিজেপি তাদের এই সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!