এখন পড়ছেন
হোম > জাতীয় > অন্য রাজ্য থেকে ধার করে আর নয়, এবার রাজ্যেই বেশি করে গরু বানাতে বিশেষ প্রকল্প বিজেপির

অন্য রাজ্য থেকে ধার করে আর নয়, এবার রাজ্যেই বেশি করে গরু বানাতে বিশেষ প্রকল্প বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –“বিজেপির আমলে মানুষের থেকে গরুর দাম অনেক বেশি” মাঝেমধ্যেই কটাক্ষ করে বিরোধীদের মুখ থেকে এই বক্তব্য শুনতে পাওয়া যায়। আর এবার ত্রিপুরা সরকারের একটি পদক্ষেপ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করল। জানা গেছে, এবার থেকে রাজস্থান, হরিয়ানা রাজ্যগুলো থেকে আর গরু নিয়ে আসবে না ত্রিপুরা সরকার।

বরঞ্চ রাজ্যে গরুর সংখ্যা বাড়ানোর লক্ষ নিয়েছে তারা। যার অঙ্গ হিসেবে বুধবার “মুখ্যমন্ত্রী গোধন উন্নয়ন প্রকল্পের” সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। স্বভাবতই এই প্রকল্পের সূচনা করে কিভাবে গরুর সংখ্যা বাড়ানো যাবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।কিন্তু প্রকল্পের না হলে তো সূচনা হল! তবে কিভাবে বাড়বে গরুর সংখ্যা! এদিন এই প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, “বীর্য প্রয়োগ করা হবে। তার ফলে আর বাইরে থেকে গরু আনতে হবে না।”

জানা গেছে, ত্রিপুরা সরকার পাঁচটি জেলার 23 টি ব্লক এবং 2 টি পৌর এলাকার 1 লক্ষ 56 হাজার গাভী চিহ্নিত করেছে। যেখানে মোট তিন লক্ষ 12 হাজার ডোজ বীর্য প্রয়োগ করা হবে‌। আর এই গোটা প্রকল্পের খরচ হবে মোট 16 কোটি 19 লক্ষ 43 হাজার টাকা। যার সিংহভাগ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি টাকা বহন করবে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এইভাবে গরু বৃদ্ধির সংখ্যা বাড়ানোর জন্য এই প্রকল্প চালু করা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল তৈরি হয়েছে ত্রিপুরায়। কেন এই প্রকল্পের এত প্রয়োজন হয়ে পড়ল? এদিন এই প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, “ত্রিপুরার মানুষ পাউডার দুধের ওপর অতিরিক্ত নির্ভরশীল। তার কারণ এখানে গোদুগ্ধ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। তাই এই প্রকল্পের মাধ্যমে সেই সংকট মিটতে চলেছে। এই প্রকল্প সফল হবেই হবে।”

তবে বিরোধীদের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে ত্রিপুরার বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। তাদের বক্তব্য, আসলে বিজেপি সরকার চাইছে, রাজ্যে গরুর সংখ্যা বৃদ্ধি পাক। তাই বৌদ্ধিক বিকাশ নষ্ট করে গরু বাড়ানোই ওদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এবার গরুর সংখ্যা বৃদ্ধির জন্য ত্রিপুরায় চালু হল নতুন প্রকল্প।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!