এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিকে হঠাতে একদা সিপিএম খেদানো মমতা এখন সিপিএমের হাত ধরতেও রাজি

বিজেপিকে হঠাতে একদা সিপিএম খেদানো মমতা এখন সিপিএমের হাত ধরতেও রাজি

কেন্দ্রের শাসন ক্ষমতা থেকে বিজেপিকে পরাস্থ করার লক্ষ্যে সবকিছুই তাঁর কাছে তুচ্ছ একথার আভাসা আবারও দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে তিনি চির প্রতিদ্বন্দ্ব্বী বাম শিবিরের সাথেও মৈত্রী চুক্তি করতে পারেন। আর নিজের কথার প্রমান কাজে দিয়ে প্রকাশ্য মঞ্চে তিনি এদিন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সাথে শুভেচ্ছা বিনিময় করলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বুধবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে নব নির্বাচিত কংগ্রেস এবং জেডিএস জোট শক্তির মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী’র শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও  , সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সপা নেতা অখিলেশ যাদব, বসপা নেত্রী মায়াবতী , পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক আঞ্চলিক নেতৃবৃন্দ। সব মিলিয়ে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে আঞ্চলিক দলগুলির সমন্বয় দেখা গেলো। যা স্বভাবতই আগামী বছর লোকসভা নির্বাচনের পূর্বে অবিজেপি আঞ্চলিক দলগুলির একত্রে জোট গঠনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের নেট প্রাক্‌টিস বলা হলে তা খুব একটা ভুল হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!