এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিকে হারাতে কি এবার সিপিআইএমের হাত ধরতেও রাজি তৃণমূল, মমতার মন্ত্রীর মন্তব্যে জল্পনা

বিজেপিকে হারাতে কি এবার সিপিআইএমের হাত ধরতেও রাজি তৃণমূল, মমতার মন্ত্রীর মন্তব্যে জল্পনা

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে কেন্দ্র থেকে সরানো এখন তৃণমূলের এক এবং একমাত্র লক্ষ্য। আর সেই প্রয়োজনকে সামনে রেখে সমস্ত বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে চায় তৃণমূল। আর এই বিষয়কে কেন্দ্র করে সুব্রত মুখোপাধ্যায়ের এক মন্তব্য তীব্র জল্পনা সৃষ্টি করলো রাজনীতির অন্দরে।

এদিন উত্তর ২৪ পরগনার বারাসাত বিশেষ আদালতে এক পুরনো মামলার জেরে উপস্থিত হতে হয়েছিল তাকে। সেখান থেকে বেরোনোর সময় কেন্দ্রীয় সরকারের বর্তমান অনিশ্চয়তা ও অস্থিরতা নিয়ে মুখ খোলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।

সেখানেই তিনি মন্তব্য করেন, যে বিজেপিকে পরাস্ত করতে হলে দেশের সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে থেকে লড়াই করতে হবে। প্রয়োজনে জোট করার বার্তাও তিনি দেন। তিন রাজ্যের বিধানসভা ভোটেকংগ্রেসের জয় প্রসঙ্গকে তুলে এনে তিনি বলেন কংগ্রেস এখন একক ভাবে সাহায্য পেলেও ভবিষ্যতে সমস্ত  অবিজেপি দলগুলোকে নিয়েই লড়তে হবে।

তিনি পরবর্তী কালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এখনো ঠিক হয়নি। তিনি জানান সব বিরোধী নেতারাই আপাতত জোটের স্বপক্ষে মত দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন পঞ্চায়েত মন্ত্রীর এই বক্তব্যের পর শুরু হয়েছে নয়া জল্পনা। বিশেষজ্ঞ মহলের মতে তবে কি বিজেপিকে হঠাতে তৃণমূল এবার চিরশত্রু সিপিএমেরও হাত ধরবে। সুব্রত মুখোপাধ্যায়ের কথার মধ্যে অনেকেই সেই ইঙ্গিত পেয়েছেন। যদি সেটাই ঘটে তবে নির্বাচনে ঠিক কতটা সাফল্য আসবে তৃণমূলের এই প্রশ্নই এখন বিশেষজ্ঞদের ভাবাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!