এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিজেপি-সিপিআইএম-এর মুখ দেখাবার জায়গা থাকবে না”- বেনজির আক্রমণ তৃণমুল হেভিওয়েটের !

“বিজেপি-সিপিআইএম-এর মুখ দেখাবার জায়গা থাকবে না”- বেনজির আক্রমণ তৃণমুল হেভিওয়েটের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কাঁথি সাংগঠনিক তৃণমূলের ব্যবস্থাপনায় ‘এজেন্সি নয়, চাকরি চাই’ কর্মসূচি সভা থেকে রাজ্যের বিরোধি শিবিরকে  একহাত নিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোঘ । এদিন  হেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভার আয়াজন করা হলে  সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং রাজ্যের কারা দফতরের মন্ত্রী অখিল গিরি।

প্রসঙ্গ উল্লেখ্য যে রাজ্যের বিরোধিদলনেতার উপস্থতিতে  ‘চোর ধরো, জেল ভরো’  কর্মসূচির আয়োজন করেছিল বঙ্গ বিজেপি । আর এবার ওই কর্মসূচির পাল্টা ‘এজেন্সি নয়, চাকরি চাই’ কর্মসূচি আয়োজন করে ঘাসফুল শিবির । আর এখান থেকেই এদিন  রাজ্যের বিরোধীদল ও বিরোধী নেতাদের আক্রমণ করে কুনাল ঘোষ জানান যাঁরা পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হতে চাইছেন তাঁদের কারও বাড়িতে আমি যেতে চাই। এক কাপ চা খেতে চাই। জানতে চাইব, তিনি কোন সুবিধাটা পাননি। তাহলে কেন বিজেপি বা অন্যদলের প্রাথী হবেন।

এর পাশাপাশি তিনি জানান  ”হাতের পাঁচ আঙুল সমান হয় না। অন্যায় করলে দল ব্যবস্থা নিচ্ছে। দল প্রশ্রয় দিচ্ছে না। এ সবের তুলনা করলে বিজেপি-সিপিআইএম-এর মুখ দেখাবার জায়গা থাকবে না। বামফ্রন্ট জমানায় গণহত্যা গণধর্ষণ ছিল। প্রাথমিকে ইংরেজি চালু করতে দেয়নি। কম্পিউটার চালু করতে দেয়নি। আন্দোলন করেছে। বাংলাকে পিছিয়ে দিয়েছে। লোডশেডিং ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলাকে উন্নতি জায়গায় এনেছেন। বিজেপির নেতারা বাংলায় এসে গালাগালি করে।” স্বভাবত এদিন সভা থেকে পঞ্চায়েত ভোটের আগেই বিরোধিদের সম্পর্কে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করে বিরোধি শিবিরদের চাপে ফেলার চেষ্টা করলেন এমনটা মত বিশ্লেষক মহলের একাংশ্যে । তবে এখন দেখার বিষয় আগামীতে গোটা পতিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!