এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দাড়িভিট কাণ্ডের বর্ষপূর্তিতে ঘুম ওড়াতে চলেছে বিজেপি? আটকাতে মরিয়া পুলিশ-প্রশাসন?

দাড়িভিট কাণ্ডের বর্ষপূর্তিতে ঘুম ওড়াতে চলেছে বিজেপি? আটকাতে মরিয়া পুলিশ-প্রশাসন?


উত্তর দিনাজপুরের দাড়িভিট কান্ডের বর্ষপূর্তিতে এবার ফের ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, আগামী ২০ সেপ্টেম্বর ‘দাড়িভিট চলো’র ডাক দিয়েছে বিজেপি। ওই দিনটিতে তারা নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে মাতৃভাষা শহীদ দিবস পালন করারও ডাক দিয়েছে। কিন্তু পুলিস বিজেপির এই কর্মসূচিতে এখনও পর্যন্ত অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রসঙ্গত, এক বছর আগে এই ২০ সেপ্টেম্বর শিক্ষকের দাবিতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যু হয়

। কিন্ত এখনও সেই ঘটনার কিনারা করা যায়নি। আর তাই বাঙালির ভাবাবেগকে উসকে দিতে সেই কুড়ি সেপ্টেম্বর দাড়িভিট চলোর ডাক দিয়ে মাতৃভাষা শহীদ দিবস পালন করতে চাইছে বিজেপি। তবে বিজেপির এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

এদিন এই প্রসঙ্গে বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, “তাপস ও রাজেশের মৃত্যু দিন ২০ সেপ্টেম্বর আমরা মাতৃভাষা শহিদ দিবস হিসেবে পালন করছি। এজন্য প্রস্তুতি চলছে। দাড়িভিট স্কুল মাঠে কোনও কর্মসূচি হচ্ছে না। পাশেই একজনের জমিতে সমস্ত কর্মসূচি হবে। পুলিসের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এখনও পর্যন্ত লিখিত অনুমতি পাইনি। আমরা রাজনীতি করছি না। নিহতদের পরিবারের পাশে আছি। দোষীদের শাস্তির দাবিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছি। এখনও আমরা সেই দাবিতে আন্দোলন করছি।”

কিন্তু কেন বিজেপির এই কর্মসূচিতে পুলিশ অনুমতি দিচ্ছে না! এদিন এই বিষয়ে ইসলামপুর পুলিস জেলার এসপি শচীন মক্কর বলেন, “বিজেপি আমাদের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু কোন মাঠে অনুষ্ঠান হবে তার এনওসি ছিল না। কোথায় গাছ লাগাবে তার উল্লেখ করা হয়নি, ম্যারাথন দৌড় কে করাচ্ছে তার উল্লেখ চিঠিতে ছিল না। ফলে অনুমতি দেওয়া হয়নি। উপযুক্ত নথি জমা করলে অনুমতি দেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি মুজাফ্ফর হুসেন বলেন, “আমরা ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছিলাম। নিহতদের পরিবার বিজেপি ওপর ভরসা করে তাদের সঙ্গে আন্দোলনে নামে। কিন্তু বিজেপি শুধুই রাজনীতি করেছে। এখনও বিচার পায়নি নিহতদের পরিবার।”

এদিকে এই ঘটনায়
সিপিএমের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক অপূর্ব পাল বলেন, “আমরা ঘটনার সময় থেকেই বিচারবিভাগীয় তদন্ত হোক এটা চাইছি। বিজেপি নিহতদের পরিবারকে নিয়ে তাদের রাজনৈতিক ফায়দা তুলেছে। ভাষা নিয়ে বিভেদের সৃষ্টি করেছে ওরা। ধর্মীয় বিভাজনও করেছে। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে, আমরা ওদের পাশে আছি।”

বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর সকালে ইসলামপুর বাস টার্মিনাস থেকে দাড়িভিট পর্যন্ত ১৩ কিমি ম্যারাথন দৌড় হবে। যার নাম দেওয়া হয়েছে “রান ফর জাস্টিস”। এর পরে শ্মশানে বৃক্ষরোপণ, পরে বসে আঁকো প্রতিযোগিতা, নিহতদের স্মৃতির উদ্যেশ্যে ভজন কীর্তন, বিকেলে প্রতিবাদ সভা সহ দিনভর নানা কর্মসূচি রাখা হয়েছে।

আর এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর। তবে দাড়িভিট চলোর ডাক দিয়ে বিজেপি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে বলে বিরোধীদের তরফে অভিযোগ করা হলেও এই রাজনৈতিক চাপানউতোরের মাঝে গ্রামবাসীরা চাইছেন, তারা যেন সঠিক বিচার পান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!