এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ! জেনে নিন!

বিজেপি বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি প্রকাশ্য বাজারে গলায় ফাঁস লাগিয়ে প্রয়াত হতে দেখা যায় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা রাজ্যজুড়ে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, চক্রান্ত করে কেউ বা কারা খুন করেছে বিজেপি বিধায়ককে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই দাবি করা হয়, খুন হয়, আত্মহত্যা করেছেন বিজেপি বিধায়ক।

কিন্তু রাজ্য এই কথা বললেও, তা মানতে নারাজ ভারতীয় জনতা পার্টি। থানা ঘেরাওয়ের মত আন্দোলনের মধ্য দিয়ে তারা দাবি তুলেছিল যে, গোটা ঘটনায় রাজ্য পুলিশ বা সিআইডিকে দিয়ে নয়, সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে অবশ্য বিজেপির সেই দাবিতে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিধায়কের মৃত্যুতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তার স্ত্রী। আর গোটা ঘটনায় রাজ্য সরকার এবার ব্যাপক চাপে পড়বে বলেই আশঙ্কা করছেন একাংশ।

কেননা অতীতেও রাজ্যে অনেক বিজেপি নেতা কর্মীদের মৃত্যু রাজ্যের আইন-শৃঙ্খলা দিকে আঙ্গুল তুলেছিল। যার পরবর্তী সময়কালে বিজেপির পক্ষ থেকে এককালে সিবিআইয়ের চরম ভক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। গেরুয়া শিবির দাবি করেছিল, এককালে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় সিবিআই তদন্তের দাবি করতেন।

কিন্তু এখন কেন তিনি বারবার বলা সত্ত্বেও সিবিআইকে দিয়ে তদন্ত না করিয়ে সিআইডির পক্ষে সওয়াল করছেন, তাহলে কি রাজ্য পুলিশ তার হাতে আছে? আর তাই সিআইডিকে দিয়ে নিজের ইচ্ছামত তদন্ত করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়! ফলে সিবিআই তদন্তে ভয় পাচ্ছেন তিনি! কিন্তু বিজেপি বিধায়কের মৃত্যুর পর যখন লাগাতারভাবে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে, তখনও রাজ্য সরকার সেই ব্যাপারে কোনোরূপ পদক্ষেপ গ্রহণ না করায় বিজেপির পক্ষ থেকে পাল্টা আক্রমণ করা হচ্ছিল রাজ্যের শাসক দলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যপাল জগদীপ ধনকর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছে বিজেপির একটি প্রতিনিধি দল। যেখানে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, অবিলম্বে বিজেপি বিধায়কের মৃত্যুর জন্য সঠিক তদন্ত করা হোক। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যকে আরও চাপে রাখতে প্রয়াত বিজেপি বিধায়কের স্ত্রী সিবিআই তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন।

এদিন এই প্রসঙ্গে বিজেপি বিধায়কের পরিবারের আইনজীবী ব্রজেশ ঝা বলেন, “পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং কারা এই হত্যার সঙ্গে যুক্ত, তা জানতে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন‌। আমরা চাই, এই ঘটনায় তদন্ত হোক। বিগত দিনে দেখা গিয়েছে, বিরোধী দলের যারা নেতৃত্ব বা কর্মী রয়েছে, তাদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই সব হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে যে টুইট করা হয়েছে, সেখানে বিধায়ক আত্মহত্যা করেছে বলা হচ্ছে।জেলার পুলিশ সুপার এক বিবৃতিতে ঘটনাটিকে আত্মহত্যা বলছেন এবং একটি সুইসাইড নোটের কথা উল্লেখ করেছেন। আমাদের মনে হয়েছে পুরো বিষয়টি সাজানো। তাই সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে।”

এখন প্রয়াত বিধায়কের স্ত্রী এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় হাইকোর্টের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!