এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গরুর দুধ, গোমূত্র খাই তাই ভালো থাকি, গাধারা গরুর কথা বুঝবে না! বিস্ফোরক দিলীপ ঘোষ

গরুর দুধ, গোমূত্র খাই তাই ভালো থাকি, গাধারা গরুর কথা বুঝবে না! বিস্ফোরক দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গরুর দুধে সোনা পাওয়া যায় বলে অনেকদিন আগে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেন। যা নিঃসন্দেহে হাসির খোরাক হয়ে যায় রাজনৈতিক মহলের কাছে। বিরোধীরা দিলীপবাবুর এই কথা তুলে ধরে মাঝেমধ্যেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। কোন বিজ্ঞানের সাহায্য নিয়ে দিলীপবাবু গরুর দুধে সোনা পান, এই প্রশ্ন তুলে ধরে তাকে কটাক্ষ করে তৃণমূল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেসের মত রাজনৈতিক দল।

তবে এর স্বপক্ষে থেকে পরবর্তীকালে যেমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি দিলীপ ঘোষকে, ঠিক তেমনই এর বিপক্ষেও তেমনভাবে কোনো মন্তব্য করেননি তিনি। কিন্তু এবার গরুর দুধ এবং গোমূত্র খাওয়া নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতি গরুর দুধের সোনা পাওয়া যায়, মন্তব্য নিয়ে একটি হাস্যরসাত্মক গান ছড়িয়ে পড়েছিল। যেখানে দীলিপবাবুকে সান্তাক্লজ সাজিয়ে লেখা হয়েছিল, “স্লেজে চড়ে, ডিসেম্বরে, আসছে দিলীপ ঘোষ, তার গোয়াল ভরা গরু আছে, খাটাল ভরা মোষ।” আর তাকে নিয়ে এইরকম হাস্যরসাত্মক মন্তব্য করার পরেই এবার এই বিষয় নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি।

সূত্রের খবর, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মর্নিং ওয়াকের শেষে গরু নিয়ে আবার একটি চাঞ্চল্যকর মন্তব্য করেন দিলীপবাবু। যেখানে তিনি বলেন, “আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই, তাই ভালো থাকি। আমরা গরুকে মা বলি, তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি আরও বলেন, “আমি মর্নিং ওয়াকে বেরোলে সাংবাদিকরা থাকেন। আমি তাদের কাঁচা হলুদ, কাঁচা আদা দিই। অনেকে খেতে চান না। পালিয়ে যান। আমি বলি, না খেলে বাইট দেব না। শেষে খেয়ে নেন। এভাবে খাওয়াতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই।” অর্থাৎ আয়ুর্বেদের ওপর নির্ভরশীল দিলীপ ঘোষ এদিন আরও একবার গরুর দুধ এবং গোমূত্র খাওয়ার পক্ষে সওয়াল করে একথা বোঝানোর চেষ্টা করলেন যে, তাকে নিয়ে যতই হাস্যরসাত্মক মন্তব্য করা হোক না কেন, তিনি কোনোভাবেই তার মন্তব্য থেকে সরে আসবেন না।

কিন্তু গরুর দুধ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত পুষ্টিকর হলেও, গোমূত্র খাওয়া কি ঠিক! এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকেই। একাংশ বলেছেন, আসলে দিলীপবাবু গরুর দুধের সোনা খুঁজে পান। তাই যিনি এই ধরনের মন্তব্য করেন, তার মুখ থেকে গরু সম্পর্কে আরও বৈচিত্র্যপূর্ণ মন্তব্য শুনতে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, সামনে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে সকল রাজনৈতিক নেতা নেত্রীর নিজেদের স্বার্থে একটু সাবধানতা অবলম্বন করে মন্তব্য করা উচিত।

কিন্তু গরুর উপকারিতা বলতে গিয়ে যেভাবে আরও একবার চাঞ্চল্যকর মন্তব্য করে বিদ্রোহীদের কটাক্ষ করলেন দিলীপবাবু, তাতে তীব্র গুঞ্জন সৃষ্টি হল বঙ্গ রাজনীতিতে। তিনি গরুর উপকারিতা নিয়ে মন্তব্য করতে গিয়ে যেভাবে তার করা মন্তব্য নিয়ে কটাক্ষ করা ব্যক্তিদের গাধার সাথে তুলনা করলেন, তাতে রাজনৈতিক মহলে গুঞ্জন আরও বাড়ল। সব মিলিয়ে দিলীপ ঘোষের গোমাতা নিয়ে নয়া তত্ত্ব এখন বঙ্গ রাজনীতিতে কতটা শোরগোল ফেলে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!