এখন পড়ছেন
হোম > রাজ্য > মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, মার খেলেন বিজেপি সভাপতি

মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, মার খেলেন বিজেপি সভাপতি


শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধিকরণ করতে গিয়ে আহত হলেন বিজেপি-র হুগলি জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ বেশ কয়েকজন নেতা-কর্মী।অভিযোগ তাদের মারধরে করা হয়েছে এবং তা তৃণমূলের লোকজনই করেছে। অভিযোগ যে আজ দুপুরে শ্রীরামপুরের গান্ধিময়দানে বিজেপি নেতা-কর্মীরা দুধ ও গঙ্গাজল নিয়ে তৃণমূলের লোকজন মূর্তি শুদ্ধিকরণের কাজ শুরুর সঙ্গে সঙ্গে পাপ্পু সিং ও উত্তম রায়ের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী তাদের গালিগালাজ ও পাশাপাশি সভাপতি সহ কয়েজন বিজেপি কর্মীকে মাটিতে ফেলে ঘুষি, লাথি মারে।যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানায় যে তারাও হাতে গঙ্গাজলের ঘট ও দুধ নিয়ে গিয়েছিল শুদ্ধিকরণের জন্য।এই নিয়ে বিজেপি -র জেলা সভাপতি বলেন, “তৃণমূলকে দেখা মাত্রই আমরা পাশে সরে গিয়েছিলাম। তা সত্ত্বে ওরা আমাদের মাটিতে ফেলে কুকুরের মতো মেরেছে। গান্ধি ময়দান থেকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের বেছে বেছে মারধর করা হয়েছে।”পাপ্পু সিং জানান যে,”বিজেপি বিভাজনের রাজনীতি করে। তাই আমরা গঙ্গাাজল এবং দুধ নিয়ে মনীষীদের পবিত্র করতে গেছি। গন্ডগোল হয়নি। আমরা এক-দেড় হাজার লোক জড়ো হয়েছিলাম। সেটা দেখে বিজেপি নেতা-কর্মীরা ছোটাছুটি শুরু করে দেন। ভিড়ের মধ্যে পড়ে গেছে।” জানা গেছে যে,আহত বিজেপি সভাপতি সমেত কর্মীদের শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!