এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে এই হেভিওয়েট ক্রীড়াবিদের? নতুন পদক্ষেপে তুমুল জল্পনা শুরু!

বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে এই হেভিওয়েট ক্রীড়াবিদের? নতুন পদক্ষেপে তুমুল জল্পনা শুরু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনে আর বেশি দেরি নেই। চতুর্দিকে চলছে ভোটের প্রস্তুতি। এমন পরিস্থিতিতে বিজেপিকে নিয়ে বেশ আশার আলো দেখছেন অনেকেই। তাই যে যার পছন্দের দলের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছেন বলেই দেখা যাচ্ছে। তবে অন্যদিকে হরিয়ানার এই হেভিওয়েট ক্রীড়াবিদের ক্ষেত্রে কি দেখা যেতে চলেছে উল্টোপুরাণ? ক্রীড়া মহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

বস্তুত, হরিয়ানা সরকারের ক্রীড়াদপ্তরের ডেপুটি ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিতে দেখা গেল ববিতা ফোগাটকে। গতকাল নিজের ইস্তফাপত্র রাজ্য সরকারের ক্রীড়াদপ্তরের মুখ্যসচিবের কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। যদিও তাঁর এই সিদ্ধান্তের কিছু নির্দিষ্ট কারণ জানা না গেলেও, তাঁর কথায়, কিছু পরিস্থিতি তৈরি হওয়ায় এই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। যদিও এই কারণ না জানলেও অনুমান করা হচ্ছে যে, হয়ত সোনিপতের বরোদা থেকে আসন্ন উপনির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে চলেছেন এই কুস্তিগির ববিতা ফোগাট। তাই তিনি হয়ত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এটা প্রথমবার নয়, এর আগেও ২০১৯ সালে হরিয়ানা বিধানসভা ভোটে দাদরি থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন কমনওলেথ গেমসে দু’বার সোনাজয়ী কুস্তিগির ববিতা। কিন্তু জিততে পারেননি। সেবার হেরে যান তিনি। অন্যদিকে এতদিন অর্থাৎ ২০০৯ সাল থেকে এখানে জিতে এসেছেন কংগ্রেসের বিধায়ক শ্রী কিষাণ হুড্ডা। বস্তুত, আগামী ৩ রা নভেম্বর বরোদা বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। এই আসনটি বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনিতে ৯০ আসনের বিধানসভায় তাঁদের বিধায়ক সংখ্যা ৪০। আর তাই বিরোধকে হারাতে ববিতাই বিজেপির প্রধান ভরসা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

তবে কিছুদিন আগেই মনোহার লাল খাট্টার সরকারের তরফে ববিতাকে ক্রীড়াদপ্তরের ডেপুটি ডিরেক্টরের পদে বসানো হয়। কিন্তু এদিন আচমকাই নিজের ইস্তফাপত্র প্রকাশ করে ববিতা সকলকে চমকে দেন। তুমুল বিতর্ক শুরু হয়। তবে তাঁর কথায়, তিনি সম্প্রতি ক্রীড়াদপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে যোগ দিয়েছিলেন। কিন্তু বর্তমানে কিছু কারণের জন্য তিনি এই পদে আর থাকতে পারছেন না। এদিন টুইটও করে একথাই জানিয়েছেন তিনি। আর এরপরই ফোগাটের বিজেপির হয়ে ফের ভোটে দাঁড়ানোর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে আপাতত এটা জল্পনা হিসেবেই থেকে যায়, নাকি বিষয়টির সত্যতা প্রমাণ করে ববিতা ফোগাট ভোটে দাঁড়ান, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!