এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের মান্যতা দিয়ে এবার ইভিএম ছেড়ে ব্যালটের পথে হাঁটতে চলেছে বিজেপিও

বিরোধীদের মান্যতা দিয়ে এবার ইভিএম ছেড়ে ব্যালটের পথে হাঁটতে চলেছে বিজেপিও


একে দুই উত্তর প্রদেশের লোকসভা উপনির্বাচনের দুটি আসনে ও বিহারের একটি আসরে বিজেপির বড় পরাজয় তার ওপরে একে একে জোট শরিকেরা ও নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ফলে বিজেপি শিবির কার্যতই দিশেহারা। এমত অবস্থায় বিরোধীদের তোলা দাবির প্রাসঙ্গিকতা বিচার না করে উপায় নেই। যা আর কিছুই না নির্বাচন পদ্ধতি ইভিএম ছেড়ে পেপার ব্যালটে সম্পন্ন করার প্রস্তাবে। এই নিয়ে রাজ্য রাজনীতির নানা শিবির সরগরম। সকলে সহমত হলে নির্বাচন প্রক্রিয়া আবার ও ব্যালট পেপারে শুরু করা হবে। শনিবার নির্বাচন কমিশনের কাছে ইভিএমের পরিবর্তে আবার ব্যালট চালুর জন্যে দাবি জানায় কংগ্রেস। আর এরপরেই বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব তাঁর প্রতিক্রিয়া জানালেন। তিনি বললেন , ”কংগ্রেস এখন ব্যালট ফেরানোর কথা বলছে। কিন্তু মনে রাখা দরকার এই কংগ্রেসই ব্যালট তুলে ইভিএম চালু করেছিল। তবে সেই সিদ্ধান্ত হয়েছিল সর্বসম্মতিক্রমে। এখন যদি আবার সমস্ত রাজনৈতিক দল ব্যালট ফেরানোর পক্ষে সওয়াল করে তাহলে আলোচনা করে তা বিবেচনা করা যেতে পারে।” প্রসঙ্গত শনিবারই প্লেনারি অধিবেশনে ইভিএমের বদলে নির্বাচনে ব্যালট ব্যবহারের প্রস্তাব গ্রহণ করেছে কংগ্রেস। কংগ্রেস এই প্লেনারীতে আরোও দাবি করে জানিয়েছে যে বিশ্বের প্রতিষ্ঠিত গণতন্ত্রগুলি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছ্বতার স্বার্থে ব্যালটে ফিরেছে। তাই ভারতেরও সেই পথে হাঁটা উচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!