এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য দফতরে হামলার প্রতিবাদে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে মৌন অবস্থানে বিজেপি

রাজ্য দফতরে হামলার প্রতিবাদে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে মৌন অবস্থানে বিজেপি


বিজেপির রাজ্য দফতরে হামলার প্রতিবাদে আজ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে মৌন অবস্থানে সামিল হলেন বিজেপি। এদিন কর্মী সমার্থক থেকে নেতাদের হাতে ছিল “ছিঃ মুখ্যমন্ত্রী, ছিঃ” লেখা প্ল্যাকার্ড। ঘটনার সূত্রপাত সংকল্প যাত্রা উপলক্ষে বিজেপির বাইক মিছিল ছিল। আর তাই এতে অংশ নেবার জন্য বিজেপি কর্মীরা গতরাতে জোড়াবাগান এলাকার একটি হোটেলে এসে রাত্রিবাস করে। অভিযোগ যে এই সময় তাদের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায়। এর ফলে দু’জন যুব মোর্চা কর্মী আহত হন। তার পরে সেন্ট্রাল এভিনিউ থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হয়। আর এরপর আবার মিছিল গিরিশ পার্কের কাছে তৃণমূল হামলা করে বলে অভিযোগ।এই সময় যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে মাটিতে ফেলে মারধর করা হয়।

পাশাপাশি এদিন বিজেপির রাজ্য দফতরেও তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। রাজ্য দপ্তরে ইটবৃষ্টি করে বলে অভিযোগ। পাল্টা আক্রমণ করে যুব মোর্চার কর্মীরাও। ফলে দুপক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকা।পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে কিন্তু সেই পুলিশ ও সামাল দিতে না পারে লালবাজার থেকে আরো পুলিশ ডাকা হয়। তারা এসে পেরিস্থিতি সামাল দেয়। এর পরেই এই ঘটনার প্রতিবাদে গান্ধি মূর্তি পাদদেশে মৌন অবস্থানে সামিল হয় বিজেপির নেতা কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!