এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দলে রদবদল হতেই প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল, ২০২১ এর আগে বাড়ছে চাপ

দলে রদবদল হতেই প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল, ২০২১ এর আগে বাড়ছে চাপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন যেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে রাজনৈতিক মহলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, সেখানে এবার নবদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতি বদলে যেতেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে দেখা গেছে। যেখানে দলের এই রদবদলের পিছনে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সহ-সভাপতি গৌতম পালের হাত রয়েছে বলেই অভিযোগ উঠতে দেখা গেছে।

এদিন তাঁর বিরুদ্ধে ‘লবিবাজি’র অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেছে বিজেপি যুবমোর্চার নবদ্বীপ উত্তর মণ্ডলের সভাপতি তন্ময় কুণ্ডুকে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এদিন তন্ময়বাবু জানিয়েছেন, তিনি বিধানসভা ভোটে নবদ্বীপে প্রার্থী হলে ভোট বয়কট করার মতো মন্তব্যও করতে দেখা গেছে। আর সম্প্রতি এই নিয়ে নবদ্বীপের বিজেপি নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে বলে জানা গেছে।

বস্তুত, সোমবার সন্ধ্যায় বিজেপির নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের বর্তমান সভাপতি শঙ্কর গোস্বামীকে সরিয়ে নতুন সভাপতি করা হয় আনন্দ দাসকে। সেইসঙ্গে ওইদিনই নবদ্বীপের পাঁচটি মণ্ডলের সভাপতি বদল করা হয়। সেখানে নবদ্বীপ ছাড়াও জেড পি ২৪ মণ্ডলের পিন্টু ঘোষকে সরিয়ে ভানু ঘোষ এবং জেড পি ২৩এ মণ্ডলের সভাপতি গোবিন্দ রায়কে সরিয়ে উত্তম মজুমদারকে সভাপতি করা হয়।

এছাড়া এদিন নবদ্বীপের ২৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি করে ওয়ার্ড নিয়ে একটি করে মণ্ডল তৈরি করা হয়। যেখানে নবদ্বীপের ১ – ১১ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে নবদ্বীপের উত্তর মণ্ডলের সভাপতি করা হয় আনন্দ দাসকে। আর এরপরেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে। আনন্দ মণ্ডলের সভাপতি হওয়ার খবর জানার পরেই ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় দলের নেতাকর্মীদের একাংশকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁরা অভিযোগ করেন যে, দলের সকলকে অন্ধকারে রেখেই মণ্ডল সভাপতি বদল করা হয়েছে। আর এর মাধ্যমে দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সহ-সভাপতি গৌতম পাল আগামী বিধানসভা ভোটে নবদ্বীপ আসনে নিজের টিকিট পাওয়ার রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন বলেই দাবি করেছেন তাঁরা। আর সেখানে ওই নাম প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সদ্যনিযুক্ত মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্ট করা হয়।

সেখানে তাঁর দলবিরোধী কাজ, মহিলা কর্মীদের অপমান করা, বিজেপির শ্রমিক আন্দোলনে বাধা দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ করতে দেখা যায় যুবমোর্চার তন্ময় কুণ্ডুকে। এদিন তিনি জানান, গত রবিবার সাংসদ এসে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক করে গিয়েছিলেন। এরপরই হঠাৎ কাউকে কিছু না জানিয়ে এমন রদবদল দলের অভ্যন্তরীণ ক্ষতি করবে বলেই দাবি করেছেন তিনি।

এদিন গৌতম পালের নাম করেই তিনি বলেন, “আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আশা করি দলীয় নেতৃত্ব দ্রুত ব্যবস্থা নেবেন।” অন্যদিকে, এই প্রসঙ্গে আনন্দ বাবু বলেন, “ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সকলেরই আছে। আমি যদি ওঁর অপছন্দকে ভালবাসা এবং কাজ দিয়ে পছন্দে বদলে দিতে পারি, তবেই আমার জয়।”

এই প্রসঙ্গে আনন্দ দাস বলেন, “আমিও সোমবার সন্ধ্যায় জানতে পারি, রাজ্যের অনুমোদনের ভিত্তিতে নদিয়া উত্তর সাংগথনিক জেলার সভাপতি আশুতোষ পাল আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি বর্তমানে নদিয়া উত্তর জেলা এসসি মোর্চার সম্পাদক হিসাবে কাজ করছি।” সেইসঙ্গে গৌতম পালের দাবি, হয়তো ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় ক্ষোভে এমন কাজ করা হয়েছে।

তাঁর কথায়, এমন আবেগ খারাপ। দলের গঠনতন্ত্র অনুযায়ী মণ্ডল সভাপতি তিন বছরের বেশি থাকা যায় না বলেই জানিয়েছেন তিনি। আর সেখানে সকলেরই তিন বছর শেষের মুখে। তাই এখানে ব্যক্তিগত প্রভাব কাজ করছে না বলেই দাবি করেছেন তিনি।

তাঁর কথায়, জেলার কোর কমিটির সঙ্গে রাজ্য কমিটির বৈঠকে রাজ্যের সভাপতির অনুমোদনক্রমে মণ্ডল সভাপতি নিয়োগ হয়। আর তাই তন্ময় কুণ্ডুর অভিযোগ সর্বৈব ভুল বলেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এই দলে আনুগত্যটাই শেষ কথা, এটাও সকলকে মনে রাখতে হবে বলেই জানিয়েছেন তিনি। যদিও এর পিছনে তৃণমূল বিজেপির গোষ্ঠী কোন্দলকেই তুলে ধরেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!