এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপিতে বড়সড় সাংগঠনিক পরিবর্তন, দায়িত্বে এলেন ৫ নতুন নেতা – জানুন বিস্তারিত

বিজেপিতে বড়সড় সাংগঠনিক পরিবর্তন, দায়িত্বে এলেন ৫ নতুন নেতা – জানুন বিস্তারিত

লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘গোল্লা’ দিতে চেয়েছিল। কেননা বাংলার ভূমিপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে জনসঙ্ঘ হয়ে ভারতীয় জনতা পার্টি তৈরী হলেও, বাংলার রুক্ষ মাটিতে সেভাবে কোনোদিন গেরুয়া ঝড় ওঠে নি। কিন্তু, লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলে দেখা গেছে, এবারে অন্তত অন্যরকম কিছু ভেবেছিলেন বাংলার জনতা। এতদিন বিজেপি নেতারা যে দাবি করে আসতেন – সেই প্রধান বিরোধী দলের আসনে সরকারি ভাবে তাদের বসিয়ে দিয়েছে বাংলার জনতা-জনার্দন।

কিন্তু, শুধুমাত্র প্রধান বিরোধী দল হয়েই নিজেদের আত্মতুষ্ট করতে রাজি নয় গেরুয়া শিবির। এবার তাদের লক্ষ্য একেবারে সরাসরি নবান্নের কুর্শি। আর তাই, আসন্ন লোকসভা নির্বাচনের আগে, বাংলার মানুষের আশীর্বাদ আরও বেশি করে নিজেদের ঝুলিতে নিয়ে আসার জন্য গেরুয়া শিবির সংগঠনের ফাঁক-ফোঁকর মেরামতে মননিবেশ করেছে। ফলে গোটা রাজ্য জুড়েই চলছে বিজেপির সাংগঠনিক নির্বাচন। বুথস্তর থেকে শুরু করে একেবারে রাজ্যস্তর পর্যন্ত চলবে সেই সাংগঠনিক ভাঙাচোরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করা সনগুলির মধ্যে অন্যতম – আলিপুরদুয়ারে এবার বড়সড় সাংগঠনিক পরিবর্তন করল গেরুয়া শিবির। সূত্রের খবর, গতকাল আলিপুরদুয়ারে বিজেপি তাদের ২১ টি মণ্ডল কমিটির মধ্যে ৪ টি মণ্ডল কমিটির সভাপতি পদে বদল করেছে। এছাড়াও একটি মন্ডলে দীর্ঘদিন সভাপতি না থাকায় এতদিন সেখানে কার্যকরী সভাপতি দিয়ে কাজ চালানো হচ্ছিল। সেখানেও দায়িত্বে এসেছেন নতুন সভাপতি। কিন্তু, একযোগে ৪ মন্ডল সভাপতি বদল নিয়ে রীতিমত জল্পনা ছড়িয়েছে জেলার রাজনীতিতে।

যদিও গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, যে নেতাদের বদল করা হল, তাঁদের ‘পারফরম্যান্স’ ভালো হওয়ায়, এবার থেকে তাঁদের জেলা নেতৃত্বে কাজে লাগানো হবে বলে এই পরিবর্তন হয়েছে। বিজেপি শিবির সূত্রে জানা গেছে আলিপুরদুয়ারে ৩, ৫, ৭, ৯ ও১০ নম্বর মণ্ডলের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন যথাক্রমে – বাবুল সরকার, হীরালাল দাস, শ্যাম প্রধান, প্রদীপ কুজুর ও ক্ষিতীশচন্দ্র রায়। এইসব জায়গায় আগে দায়িত্ব সামলাচ্ছিলেন যথাক্রমে – প্রবীর চক্রবর্তী (কার্যকরী সভাপতি), নারায়ণ দাস, সালিম লামা, সন্দীপ এক্কা ও আনন্দ রায়। এই সাংগঠনিক পরিবর্তন গেরুয়া শিবিরকে ভোটবাক্সে কতটা ফায়দা দেয় – এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!