এখন পড়ছেন
হোম > জাতীয় > তিন বিধানসভা উপনির্বাচনের আগে ২-১ রফাসূত্র নিয়ে নতুন জোটসঙ্গী খুঁজে পেল বিজেপি

তিন বিধানসভা উপনির্বাচনের আগে ২-১ রফাসূত্র নিয়ে নতুন জোটসঙ্গী খুঁজে পেল বিজেপি


2014 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মসনদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই নির্বাচনের ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ অমিত শাহ বিজেপি অধ্যক্ষের দায়িত্ব পান। আর এই দায়িত্বভার গ্রহণের পরপরই অপারেশন লোটাস নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেন বিজেপি অধ্যক্ষ। যে কর্মসূচি মোতাবেক ভারতবর্ষের সব কয়টি অঙ্গরাজ্যেই বিজেপি তার শাসন ক্ষমতা বিস্তার করতে উদ্যোগী হয়। এই কর্মসূচি মোতাবেক বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সফলতা লাভ করেছে গেরুয়া শিবির।

কিন্তু অনেকগুলি রাজ্যেই এখনও অধরা রয়ে গেছে বিজেপির এই অপারেশন লোটাসের স্বপ্ন। তার মধ্যে ক্ষুদ্র হলেও একটি রাজ্যের নাম সিকিম। যেখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপি একটি আসনেও জিততে পারেনি। সিকিমে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতাসীন হয় সিকিম ক্রান্তি মোর্চা বা এসকেএম। কিন্তু এবারে আগত বিধানসভা উপনির্বাচনে সিকিমে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করতে উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর তাই, সিকিমের বিধানসভা উপনির্বাচনে শাসকদল এসকেএমের সঙ্গে জোটবদ্ধ ভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, চলতি বছরেই সিকিমের এসডিএফ পার্টির দশ জন বিধায়ক যোগ দিয়েছেন পদ্মফুল শিবিরের সঙ্গে। যাতে করে নিজেদের শক্তি অনেকটাই বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি। আর এবার সিকিম রাজ্যের শাসক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে উপনির্বাচনে লড়াই করার ঘোষণা করে নিজেদের রাজনৈতিক লক্ষ অনেকটাই স্পষ্ট করল গেরুয়া শিবির বলে মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার সিকিমের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টির নেতা নীতিন নবীন সাংবাদিকদেরকে বিজেপি-এসকেএম জোটের কথা জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সিকিমের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা বলেন, “রাজ্যের উন্নয়নের স্বার্থে এসকেএমের জোটসঙ্গী হতে চায় বিজেপি। আসন্ন উপনির্বাচনে এই দুই দল একসঙ্গে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে।” সূত্রের খবর, আগামী 21 অক্টোবর গ্যাংটক, মারতম-রুমটেক এবং পোকলক-কামরাং বিধানসভা কেন্দ্রগুলোতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই তিনটি আসনের মধ্যে শুধুমাত্র পোকলক-কামরাং কেন্দ্রে প্রার্থী দেবে রাজ্যের শাসক দল। আর বাকি দুটি আসনেই প্রার্থী দেবে ভারতীয় জনতা পার্টি।

অপরদিকে এই বিধানসভা নির্বাচনের তিনটি কেন্দ্রে বিজেপি এবং তাদের জোটসঙ্গীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিরোধী দল এসডিএফ। পাশাপাশি ভারতের শীর্ষে অবস্থিত জম্মু এবং কাশ্মীরে ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা আগামী 24 অক্টোবর। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জম্মু কাশ্মীরের এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, 24 অক্টোবর বিকেল সকাল 9 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

ওই একইদিনে বিকেল 3 টা থেকে ভোটগননার কাজ শুরু হয়ে যাবে। জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচন আধিকারিক শৈলেন্দ্র কুমার সাংবাদিকদের জানান, জম্মু কাশ্মীরের 316 টি বিডিসি আসনের মধ্যে 310 টিতে ভোটগ্রহণ করা হবে। সব কিছু মিলিয়ে সিকিম থেকে শুরু করে জম্মু কাশ্মীর, দুই পাহাড়ি এলাকাতেই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির তৎপরতা চোখে পড়ার মত বৃদ্ধি পাচ্ছে বলে খবর রাজনৈতিক মহলের তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!