এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি হেভিওয়েট এবার মুকুল রায়কে তৃণমূলের চর বলে বিস্ফোরক দাবী করলেন, উঠে এল ট্রয় প্রসঙ্গ

বিজেপি হেভিওয়েট এবার মুকুল রায়কে তৃণমূলের চর বলে বিস্ফোরক দাবী করলেন, উঠে এল ট্রয় প্রসঙ্গ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ট্রয় নগরী কিভাবে ধ্বংস হয়েছিল, তা ইতিহাসের পাতায় লেখা আছে। পাশাপাশি আমরা সবাই জানি সেই ঘটনা। যেভাবে গ্রিক সৈন্যরা কাঠের ঘোড়ার পেটের ভেতর করে ট্রয় নগরীতে পৌঁছে গিয়েছিল এবং রাতারাতি তাঁদের সূত্রে হাজার হাজার গ্রিক সেনারা ট্রয় নগরীতে প্রবেশ করে এবং নগর ধ্বংস করে দেয়। আর এবার ওই ট্রয়ের ঘোড়াটির সঙ্গেই মুকুল রায়ের তুলনা টানলেন রাজ্য বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। প্রসঙ্গত, তথাগত রায় বরাবরই স্পষ্টবক্তা হিসেবে রাজনৈতিক মহলে সুপরিচিত। গত শুক্রবার মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন, আর তারই পরিপ্রেক্ষিতে মুকুল রায়কে পাল্টা আক্রমণ করেন বিজেপির একাধিক নেতা নেত্রী।

এবার বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় মুকুল রায়কে তৃণমূলের চর বলে তীব্র কটাক্ষ করলেন। এদিন ইলিয়াড ওডিসি থেকে ট্রয় যুদ্ধের কথা উল্লেখ করে তিনি মুকুল রায়কে ট্রয়ের সেই কাঠের ঘোড়ার সঙ্গে তুলনা করেন। পাশাপাশি তিনি বলেন মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলের হয়ে এতদিন কাজ করেছেন। যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুকুল সখ্যতা বাড়িয়েছিলেন এবং রাজ্য নেতৃত্বের বৈঠকে উপস্থিত থেকে সমস্ত রণকৌশল জেনেছিলেন তার উল্লেখ করে মুকুল রায়কে তৃণমূলের চর বলে দাবি করেছেন তথাগত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি দলীয় নেতৃত্বকেও সতর্ক করে দেন মুকুল অনুগামীদের সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। মুকুল রায় চলে গেলেও তাঁর বহু ঘনিষ্ঠ এখনো বিজেপিতে রয়ে গেছেন এবং তাঁরা ভবিষ্যতে বিজেপির অস্তিত্ব ধ্বংসের অন্যতম কারিগর হয়ে উঠতে পারেন বলেও দাবি তথাগতর। অন্যদিকে তথাগত রায়ের এই দাবি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। এখনো পর্যন্ত তৃণমূল কিংবা মুকুল রায়ের পক্ষ থেকে তথাগত রায়ের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, তথাগত রায় যে সন্দেহ প্রকাশ করছেন তা একেবারেই অমূলক নয়। কারণ বরাবরই দেখা গেছে মুকুল রায়ের অনুগামী সংখ্যা অনেক বেশি, সে তিনি যে দলেই থাকুন না কেন। যথারীতি বিজেপিতে এখনো মুকুল রায়ের অনেক অনুগামী রয়েছেন এবং তারা মুকুল রায়ের নির্দেশেই যে কাজ করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের আশঙ্কার কারণ থাকে বৈকি। তবে গেরুয়া শিবির কিভাবে এই সমস্যাকে সামাল দিতে পারে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!