এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরের শক্তি বাড়াতে এবার যোগ দিলেন দুই হেভিওয়েট মহাতারকা

গেরুয়া শিবিরের শক্তি বাড়াতে এবার যোগ দিলেন দুই হেভিওয়েট মহাতারকা


লোকসভা নির্বাচনের আগে এবং পরে সমাজের অনেক বিশিষ্টজনেরা পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন। আর এবার বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক পদকজয়ী পদ্মশ্রী যোগেশ্বর দত্ত এবং জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিং।

জানা যায়, বৃহস্পতিবার বিজেপিতে যোগদানের পর যোগেশ্বর দত্ত বলেন, “আমি মানুষের সেবা করতে চাই, আর এই বিষয়ে আমি মোদিজীর কাছ থেকে অনুপ্রাণিত হই। তাই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। আসলে ক্রীড়াবিদদেরও ভালো কাজ করার জন্য সামনে এগিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আজ এই পরিবারের সদস্য হতে পেরে আমি খুব খুশি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে হরিয়ানার বিজেপি দলের প্রধান সুভাষ বাড়ালার হাত ধরে বিজেপিতে পা রাখেন জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিং। এদিন বিজেপিতে যোগ দিয়ে তার মুখেও শোনা যায় নরেন্দ্র মোদির প্রবল প্রশংসা। তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই বিজেপির প্রতি আমি নজর রাখছি। মোদিজীর দ্বারা আমি প্রবলভাবে অনুপ্রাণিত হয়েছি। মনোহর লাল খাট্টারের দক্ষতা ও মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। সমস্ত দিক থেকেই দেশের সেবা করতে চাই।”

আর সমাজের এই দুই বিশিষ্টজনের এবার রাজনীতিতে নেমে আসা এবং বিশেষ করে তাদের বিজেপিতে যোগ দেওয়া গেরুয়া শিবিরের পক্ষে অনেকটাই লাভজনক ব্যাপার হতে চলেছে বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!