এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পদ হারালেন বিজেপির হেভিওয়েট নেতা, দলের বিরুদ্ধে মুখ খোলার কারণেই কি বিপত্তি, জোর জল্পনা

পদ হারালেন বিজেপির হেভিওয়েট নেতা, দলের বিরুদ্ধে মুখ খোলার কারণেই কি বিপত্তি, জোর জল্পনা


বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা অনেকদিন ধরেই চলছিল যে ২০২১ এর লক্ষে নতুন করে বঙ্গ বিজেপিকে সাজানো হবে। কারা হবেন সেই নতুন কান্ডারি , কাদের নেতৃত্বে ২০২১ লড়বে বঙ্গ বিজেপি তা নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছিলো। কিন্তু সমস্ত বিতর্ক, জল্পনাকে সরিয়ে রেখে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপঘোষ ,তাঁর নতুন সৈনিকদের নাম ঘোষণা করলেন।

অনেকের নাম বাদ গেছে অনেকে আবার যুক্ত হয়েছেন কিন্তু জল্পনা ছড়িয়েছে একটি নাম তা হলো চন্দ্র বসু। তিনি পদ হারালেন। দিলীপ ঘোষের নতুন সেনাদের দলে কোথাও নেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসুর নাম যা নিয়েই ছড়িয়েছে জোর জল্পনা। কেননা তিনি অনেক পুরোনো সদস্য। নতুনরা অনেকেই পদ পেয়েছেন, সাথেই তৃণমূল থেকে আসা অনেকে পদ পেয়েছেন সেখানে কেন পদ হারালেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসু তা নিয়েই শুরু জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, তিনি ছিলেন দলের সহ সভাপতি। কি কারণে তাঁকে পদ খোয়াতে হলো সেই নয় শুরু জল্পনা। স্পষ্ট কারণ না জানলেও অনেকের অনুমান চন্দ্র বসু অনেকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন যে কারণে তাঁকে পদ হারাতে হলো। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির হাতে দলীয় পতাকা দেখে বেজায় চটেছিলেন বিজেপি নেতা চন্দ্র বসু।এই নিয়ে দিলীপ ঘোষের হস্তক্ষেপ ও দাবি করেছিলেন।

সেখানেই শেষ নয়, এদিকে এর আগে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলই হোক বা সিএএ। একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলে গেরুয়া শিবিরকে বেশ বেকায়দায় ফেলেছিলেন চন্দ্র বসু। সম্ভবত সেই কারণেই চন্দ্র বসুকে আর দলের প্রথম সারিতে রাখা হল না বলে মত রাজনৈতিক মহলের।

তবে যায় হোক এই নিয়ে এখনো পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি প্রতিক্রিয়া মেলেনি চন্দ্র বসুর কাছ থেকেও।এখন দকেহার এই নিয়ে আবার সরব হন কিনা নেতাজির পরিবারের সদস্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!