এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এরপর তো বাড়িতে থাকতে পারবেন না! বিজেপির দিকে পা বাড়িয়ে বহু হেভিওয়েট তৃণমূলীই? বাড়ছে জল্পনা

এরপর তো বাড়িতে থাকতে পারবেন না! বিজেপির দিকে পা বাড়িয়ে বহু হেভিওয়েট তৃণমূলীই? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য রীতিমত হুড়োহুড়ি পড়ে যেত। কারা বিধায়ক হবেন, কারা সাংসদ হবেন, তা নিয়ে দলের অন্দরে শুরু হয়ে যেত যুদ্ধ। কে কাকে টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সু-নজরে আসবেন এবং কারা টিকিট পাবেন, তার লড়াই ছিল চোখে পড়ার মত। তবে 2021 এর বিধানসভা নির্বাচনের মুখে এখন তৃণমূলে এই ব্যাপারে শুরু হয়েছে ব্যাপক জলঘোলা।

সম্প্রতি একুশে জুলাই নিয়ে ভিডিও কনফারেন্সের বৈঠকে সমস্ত তৃণমূল বিধায়কের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, কারা কারা 2021 এর বিধানসভা নির্বাচনে লড়তে চান! জানা যায়, সেই সময় অনেক তৃণমূল বিধায়ক ইতঃস্তত বোধ করেন। অর্থাৎ তারা সেইভাবে লড়ার জন্য ইচ্ছা প্রকাশ করেননি। কিন্তু পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, যারা বর্তমানে বিধায়ক আছেন, তারা প্রত্যেকেই 2021 এর টিকিট পাবেন।

আর তারপরেই প্রত্যেক তৃণমূল বিধায়ক তাতে সম্মতি জানানোয় চাপে পড়েই যে অনেক বিধায়ক টিকিট পাওয়ার কথাতে সম্মতি জানিয়েছিলেন, তা এককথায় স্পষ্ট বিশেষজ্ঞদের কাছে। তবে তৃণমূলের প্রার্থী তালিকায় কারা স্থান পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের বক্তব্যে তার কিছুটা আভাস পাওয়ার পরে এবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর মন্তব্যে শুরু হয়েছে তীব্র জল্পনা।

সম্প্রতি তৃণমূল বিধায়ক জানিয়ে দিয়েছেন, তিনি আর 2021 সালে বিধানসভা নির্বাচনে লড়বেন না। যার ফলে তার বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। শুধু তাই নয়, বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন উদয়নবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তিনি বলেন, “চাকরি দেওয়ার নাম করে কেউ কোটি কোটি টাকা তুলেছেন। এরপর তো তারা আর বাড়ি থেকে বের হতে পারবেন না।” আর শাসক দলের একাংশের বিরুদ্ধে এভাবে উদয়ন গুহ মন্তব্য করায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই কেন একথা বলতে গেলেন এই তৃণমূল বিধায়ক?

অনেকে বলছেন, উদয়নবাবু বুঝতে পেরেছেন যে, 2021 সালে পরিবর্তন হচ্ছে। আর 2021 সালে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিজেপি আক্রমণাত্মক হয়ে উঠবে। আর তাই কি তিনি এখন বলে উঠলেন যে, সেই সমস্ত নেতারা তখন বাড়ি থেকে বের হতে পারবেন না! রাজনৈতিক মহলের তরফে এই ব্যাপারে তীব্র আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে অনেকে বলছেন বর্তমানে বিভিন্ন জায়গায় তৃণমূল এবং তৃণমূল যুব কংগ্রেসের মধ্যে তীব্র দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের অনেক প্রবীণ বিধায়ক থেকে শুরু করে প্রবীণ নেতারা এখন কার্যত কোণঠাসা।

যত দিন যাচ্ছে, তত বিজেপির প্রভাব বাড়ছে। তাই এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান বিধায়কদের টিকিট দিতে চাইলেও, অনেক তৃণমূল বিধায়ক অবস্থা ভালো বুঝছেন না। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে লড়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করলেও, উদয়ন গুহর মত অনেকেই যত দিন যাবে, তত বিধানসভা নির্বাচনে লড়ার ব্যাপারে অনীহা প্রকাশ করবেন বলে দাবি করছে একাংশ।

আর যদি এই প্রবণতা দেখা যায়, তাহলে 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলে যেমন ফাটল ধরবে, ঠিক তেমনই অনেক তৃণমূল বিধায়ক যদি টিকিট নিতে অনীহা প্রকাশ করেন এবং বিজেপিতে যোগ দেয়, তাহলে শাসকদলের ক্ষমতায় ফেরার ক্ষেত্রে অনেকটাই দুশ্চিন্তা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে এখন উদয়ন গুহর দেখানো পথে আরও কত তৃণমূল বিধায়ক হাঁটেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!