এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির বিরুদ্ধে ধর্না কর্মসূচিতে দুই তৃণমূল হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে, জোর চাঞ্চল্য

বিজেপির বিরুদ্ধে ধর্না কর্মসূচিতে দুই তৃণমূল হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে, জোর চাঞ্চল্য

লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল খারাপ হওয়ার পেছনে যে কারণটি সবথেকে বেশি দায়ী, তা হল দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তবে ঠেলায় পড়লে বিড়াল বাবাজি গাছে উঠে বলে মনে করেন অনেকে। কিন্তু দলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তৃণমূলের ফলাফল খারাপ হলেও, এখনও পর্যন্ত শোধরাতে দেখা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসকে।

আর তাইতো বিজেপি বিরোধিতার মোক্ষম অস্ত্র নাগরিকত্ব সংশোধনী বিরুদ্ধে যখন গোটা দলকে রাস্তায় নামতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। জানা যায়, পান্ডুয়ায় তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে পাশাপাশি দুটো মঞ্চ বাধা হয়। যার একটিতে বসেন, তৃণমূল নেতা আনিসুল ইসলাম এবং অন্যটিতে বসেন অসিত চট্টোপাধ্যায়।

ফলে তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা কার মঞ্চে বসবে, তা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। জানা যায়, এই আনিসুল ইসলাম পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। অন্যদিকে অসিত চট্টোপাধ্যায় সেই পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। যেখানে দুটি সভার মাইক মুখোমুখি বাধা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুই তৃণমূল নেতার দাবি, তারা এই ব্লকের সভাপতি। ফলে তাদের নেতৃত্বে এই ধরনা কর্মসূচি হবে। যার ফলে কে এখন প্রকৃত ব্লক সভাপতি, আর কাকে দল নির্দেশ দিয়েছে ধর্না কর্মসূচি করতে! তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। জানা যায়, বেশ কয়েক বছর ধরেই পান্ডুয়া তৃণমূলের ব্লক সভাপতির পদে ছিলেন আনিসুল ইসলাম। তবে গত 9 অক্টোবর জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব সেই পদে অসিত চট্টোপাধ্যায়কে আনেন বলে দাবি করেছেন অসিতবাবু। কে ব্লক সভাপতি!

এদিন এই প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন, “দলের নির্দেশে এই কর্মসূচি আমি নিয়েছি। আমিই ব্লক সভাপতি। দল এই পদ থেকে আমাকে সরায়নি।” অন্যদিকে এই ব্যাপারে অসিত চট্টোপাধ্যায় বলেন, “এখন আমিই ব্লক সভাপতি। দলের নির্দেশে আমিই এই কর্মসূচি নিয়েছি।” কিন্তু তা কি করে সম্ভব! দুজন কি করে সভাপতি হয়! তাহলে কে প্রকৃত ব্লক সভাপতি!

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, “নেত্রী যাকে নির্দেশ দিয়েছে তার নেতৃত্বেই আন্দোলন হবে। ওখানে ঠিক কি হয়েছে, খোঁজ নিয়ে বলব।” তবে যে যাই বলুক না কেন, যেভাবে তৃণমূলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দুই নেতা পৃথক পৃথক ভাবে নিজেদের ব্লক সভাপতি বলে দাবি করলেন, তাতে কবে এই দ্বন্দ্ব মিটবে! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!