এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির হেভিওয়েট নেতার সভায় ইট ছুড়ে মারার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল!

বিজেপির হেভিওয়েট নেতার সভায় ইট ছুড়ে মারার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে গণতন্ত্র নেই, এই অভিযোগ বিজেপির দীর্ঘদিনের‌। এমনকি সেই গণতন্ত্র আনার জন্য এবার বিজেপিকে ক্ষমতায় আনতে হবে বলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হচ্ছে। ইতিমধ্যেই তিন দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর আজ মঙ্গলবার যখন তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তখনই বিজেপির সর্বভারতীয় নেতা শাহনওয়াজ হোসেনের সভায় ইট ছুড়ে মারার অভিযোগ উঠতে শুরু করল। যেখানে মূল অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে পিলখানা এলাকায় একটি সভা করেন বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হোসেন। যেখানে রাত সাড়ে আটটার সময় তিনি সভায় ভাষণ দিতে গেলে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। যদিও বা ইটের আঘাত থেকে সামান্য কারণে বেচে গিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। আর তারপর থেকেই এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তোলা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই নির্বাচনের মরসুমে দুই দলের মধ্যে গোটা বিষয় নিয়ে তৈরি হয়েছে তরজা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন বলেন, “তৃনমুল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে। কিন্তু সভাস্থলে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না। বিজেপি কর্মীরা যদি পাথর আটকে না দিত, তাহলে বড় কিছু ঘটতে পারত।” তবে বিজেপি নেতার এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে যুব তৃনমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র বলেন, “বিজেপি কোনোভাবে লড়াইয়ে টিকে থাকতে পারছে না। তাই এসব করছে বাইরে থেকে নেতা এনে এসব করছে। মানুষ এর জবাব দেবে।”

বিশ্লেষকদের একাংশ বলছেন, বিজেপির পক্ষ থেকে ঠিক এই কারণেই তৃণমূলের বিরুদ্ধে এতদিন গণতন্ত্র বিপন্ন করার অভিযোগ তোলা হয়েছে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ক্রিয়া-কলাপ করতে পারে না বলে অভিযোগ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর ভোটের মধ্যেও বিজেপির কেন্দ্রীয় নেতা সভা করতে এসে যেভাবে তৃণমূলের দিকে পাথর ছুড়ে মারার অভিযোগ তুললেন, তাতে ব্যাপক অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!