এখন পড়ছেন
হোম > রাজ্য > মিছিল নিয়ে হাইকোর্টের রায়ে বিপাকে রাজ্য বিজেপি

মিছিল নিয়ে হাইকোর্টের রায়ে বিপাকে রাজ্য বিজেপি

কিছুদিন আগে বিজেপির যুব মোর্চার বাইক‌ মিছিল নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতায়। তৃণমূল-বিজেপির সংঘর্ষের জেরে দুপক্ষেরই কিছু কর্মী আহত হন। সেই ‌নিয়ে হাইকোর্টে মামলা করে উভয় পক্ষই । হাইকোর্ট রাজ্যের স্বপক্ষে রায় দিয়ে‌ মিছিল স্থগিত করেন। হাইকোর্টের রায় অনুযায়ী  ১৫ জানুয়ারী আবার মিছিল শুরু করে বিজেপি।  সিমলা স্ট্রিট থেকে‌ মিছিল শুরু করে বিজেপির যুব মোর্চা । কিন্তু মিছিলের আগেই নতুন কিছু নিয়ম বেঁধে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানায় যে মিছিলের যে কোন গন্ডগোলের দায়ে সম্পূর্ণ বিজেপির। সময় মত মিছিল শুরু করারও রায় দিলে হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট সাফ জানিয়ে দেয় যে মিছিলে স্পেসাল অফিসারের বক্তব্যই চুড়ান্ত বলে মানতে হবে। আগের মামলা চলাকালীন স্পেসাল অফিসার বদল করার জন্য দাবী তোলা হয় সেই দাবী ও খারিজ করে দিলো কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে মিছিল‌কে শান্তিপূর্ণ করতেই তৎপর হাইকোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!