এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির “হবু” মুখ্যমন্ত্রীর ঠাঁই মিলল না রাজ্য কমিটিতেই! তীব্র জল্পনা শুরু গেরুয়া শিবিরে!

বিজেপির “হবু” মুখ্যমন্ত্রীর ঠাঁই মিলল না রাজ্য কমিটিতেই! তীব্র জল্পনা শুরু গেরুয়া শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে কার্যত মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। কে হবে পশ্চিমবঙ্গে তাদের মুখ ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির গ্রহণযোগ্য মুখ আদৌ আছে কি না, তা নিয়ে নানা মহলে সংশয় তৈরি হয়েছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মুকুল রায়, দিলীপ ঘোষের পর সাম্প্রতিককালে 2021 সালে বিজেপি যদি সরকার গঠন করে, তাহলে তাদের মুখ তথাগত রায় হতে পারেন বলে নানা মহলে জল্পনা ছড়িয়েছিল।

স্বাভাবিকভাবেই মেঘালয়ের রাজ্যপাল পদ থেকে সরে এসে বাংলার রাজনীতিতে বেশি মনোনিবেশ করেছিলেন তথাগতবাবু। কিন্তু আশ্চর্যজনক ভাবে মঙ্গলবার বিজেপির তরফ থেকে রাজ্য কর্মসমিতির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলেও সেখানে জায়গা পাননি তথাগত রায়। কর্মসমিতির যে তালিকা রয়েছে, তার বাইরে রাখা হয়েছে তাকে। স্বাভাবিক ভাবেই এখন বঙ্গ বিজেপিতে তথাগত বাবুর কাজ কী হবে, তা নিয়ে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, তথাগত রায় বঙ্গ বিজেপিতে কিছুদিন আগে সক্রিয় হতে না হতেই তার অনুগামীরা উজ্জীবিত হতে শুরু করেন। কিন্তু এদিন কর্মসমিতির বৈঠকে সেরকম কোনো জায়গা তথাগত রায় না পাওয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একাংশের মতে, তথাগত রায়ের অভিজ্ঞতা যথেষ্ট। তাই তার মত নেতা দায়িত্ব পেলে বিজেপিতে বিকল্প মুখ উঠে আসার সম্ভাবনা থাকত। কিন্তু তা না হওয়াতে তথাগত রায় অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেলেন বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!