এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুলিশের সামনেই হুগলি জেলার বিজেপি সহ-সভাপতিকে বেধড়ক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পুলিশের সামনেই হুগলি জেলার বিজেপি সহ-সভাপতিকে বেধড়ক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


পুলিশের সামনেই এবার বিজেপির পদাধিকারীকে মাটিতে ফেলে বেধড়ক মারের অভিযোগ উঠল – অভিযোগের তীর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হুগলী জেলার বিজেপির সহ-সভাপতি রামপ্রীত যাদব অভিযোগ করেন আজ হুগলি জেলার পান্ডুয়ায় বিজেপির কার্যনির্বাহী বৈঠক হওয়ার কথা ছিল। যে সভায় উপস্থিত থাকার কথা ছিল স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

আর তাই পূর্ব-পরিকল্পনা মত বৈঠকের স্থানে উপস্থিত হন রামপ্রীতবাবু। তাঁর অভিযোগ – সেখানে আগে থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা হাজির ছিল। তিনি পৌঁছাতেই তাঁকে ঘিরে ধরে ৫০-৬০ জনের একটি দল আর তারপরে বিনা প্ররোচনায় তাঁর উপরে আক্রমন নেমে আসে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রামপ্রীতবাবু আরো অভিযোগ করেন, সমগ্র ঘটনাটি ঘটে পুলিশের সামনে। ঘনটাস্থলে স্বয়ং পাণ্ডুয়া থানার ওসি দাঁড়িয়ে থাকলেও তাঁকে আক্রমনের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেনি কোন পুলিশ-কর্মী। তৃণমূল কর্মীরা তাঁকে মারতে মারতে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে। এরপরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

https://www.youtube.com/watch?v=4XLvDD_v4Os

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!