এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলায় বিজেপি ক্ষমতায় এলে জঙ্গলরাজ সাফ হবে – দিলীপ ঘোষ

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে জঙ্গলরাজ সাফ হবে – দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভয়াবহতার মধ্যেই উত্তরপ্রদেশের একটি ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে। উত্তরপ্রদেশের মাফিয়া ডন বলে পরিচিত বিকাশ দুবেকে সম্প্রতি এনকাউন্টারে খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ। যা নিয়ে তীব্র বিতর্ক বাসা বেধেছে বিভিন্ন মহলে। বিরোধী দলের পক্ষ থেকে গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলে উত্তরপ্রদেশ সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন।

আর নানা মহলে এই নিয়ে উত্তরপ্রদেশ প্রশাসনের এই আচরণকে কেন্দ্র করে প্রশ্ন তোলা হলেও, এতে অন্যায় কিছু দেখছেন না বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কার্যত এনকাউন্টারের ঘটনাকে সমর্থন করে বাংলাতেও এই ধরনের ঘটনা ঘটানোর কথা শোনা গেল দিলীপবাবুর গলায়। যাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, “জঙ্গলরাজ কিভাবে সাফ করতে হয়, তা উত্তরপ্রদেশ দেখিয়ে দিচ্ছে। দুষ্কৃতী দমনের পথ চেনাচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশ। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এর ব্যতিক্রম হবে না।” প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দিলীপবাবু বলেছিলেন, 2021 এ বিজেপি ক্ষমতায় এলে বদল যেমন হবে, ঠিক তেমনই বদলাও নেওয়া হবে। আর এবার যেভাবে উত্তরপ্রদেশের পুলিশের পক্ষ থেকে বিকাশ দুবেকে এনকাউন্টারে হত্যার পর সেই ঘটনা বাংলাতেও ঘটানো হবে বলে উক্তি করলেন দীলিপবাবু, তাতে বিজেপি ক্ষমতায় এলে কি হতে পারে, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দিলীপবাবুর এই মন্তব্যে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেসে। এই প্রসঙ্গে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পুলিশ আদালতে বিকাশ দুবেকে তুলে দিতে পারত। আইনের পথেই শাস্তি হয় বিকাশ দুবের। সেটাই সঠিক হত। আদালত যে শাস্তি নির্ধারণ করত, সেটাই সঠিক পরিণতি হত। এভাবে কাউকে ইচ্ছাকৃত মেরে ফেলা সংবিধানসম্মত নয়।” তবে তৃণমূলের পক্ষ থেকে একথা বলা হলেও, পাল্টা তার জবাব দিয়েছেন দিলীপবাবু। তিনি বলেন, “এরাজ্যে যারা এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন, তারা শুধু বিরোধীদের ওপরই গুলি চালাতে পারে।”

বিশেষজ্ঞরা বলছেন, কথায় আছে, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন! বিজেপি দাবি করছে যে, তারা 2021 এ রাজ্যের ক্ষমতায় এলে সুশাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু এখন থেকেই যেভাবে হুশিয়ারির সুরে কথা বলতে শুরু করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মত ব্যক্তিরা, তাতে বিজেপি ক্ষমতায় এলে বাংলার অবস্থা আরও করুণ হবে বলে পাল্টা প্রচার করছে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে উত্তরপ্রদেশে এনকাউন্টারের ঘটনার পর বাংলাতেও তা ঘটানো হবে বলে যে দাবি করলেন দিলীপ ঘোষ, তাতে বিজেপির ওপর বাংলার মানুষ কিছুটা হলেও ক্ষুন্ন হল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!