এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কুচবিহারকে আরও শক্তিশালী করতে কোমড় বেঁধে ঝাঁপাচ্ছে বিজেপি, বিধানসভার আগে নিল বড়সড় লক্ষ্য

কুচবিহারকে আরও শক্তিশালী করতে কোমড় বেঁধে ঝাঁপাচ্ছে বিজেপি, বিধানসভার আগে নিল বড়সড় লক্ষ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের মধ্যে সেভাবে সংগঠনকে মজবুত করতে ময়দানে নামতে দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দলকে। কেননা লকডাউনের কারণে সামাজিক দূরত্বকে মান্যতা দিকে সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রচার করতে শুরু করেছে। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এবার নতুন করে সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বস্তুত, গত বছরে কোচবিহার জেলায় তিন লক্ষ সদস্য সংগ্রহ করা হয়েছিল।

কিন্তু এবার গেরুয়া শিবিরের টার্গেট চার লক্ষ সদস্য সংগ্রহ করা। স্বাভাবিক ভাবেই এখন নতুন করে বিজেপির পক্ষ থেকে মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহ করার এই উদ্যোগ গুঞ্জন তৈরি করেছে জেলার রাজনৈতিক মহলে। জানা গেছে, এখনও পর্যন্ত এই জেলায় বিভিন্ন মোর্চা সভাপতির নাম ঘোষণা বাকি রয়েছে। কিন্তু সংগঠনকে শক্তিশালী করতে গেলে সদস্য সংগ্রহ করা যে বাধ্যতামূলক, তা উপলব্ধি করে এবার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা রায় বলেন, “আমরা জেলাজুড়ে নতুন সদস্যকরন অভিযানে নামতে চলেছি। চলতি মাসের 13 থেকে 14 তারিখ এই কাজ শুরু হবে। এবার আমরা জেলা থেকে চার লক্ষ সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রেখেছি। মিসড কলের মাধ্যমে সদস্য অভিযান হবে। করোনার কারণে আমরা একটু চিন্তায় রয়েছি। তবে সাংগঠনিক প্রক্রিয়া থেমে থাকবে না। ফলে এই কাজ চলবে।” বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির পক্ষ থেকেই সদস্য সংগ্রহ অভিযানে বাড়তি তৎপরতার পেছনে অন্য কারণ রয়েছে।

কেননা গত লোকসভা নির্বাচনে বিজেপি কোচবিহার লোকসভা কেন্দ্র দখল করলেও, যত দিন যাচ্ছে, ততই এখানে তৃণমূল নতুন করে তাদের সংগঠনকে সাজিয়ে বিজেপির ওপর চাপ বাড়াতে শুরু করেছে। তাই এমত পরিস্থিতিতে সংগঠনকে শক্তিশালী করতে সদস্য অভিযান যে গুরুত্বপূর্ণ, তা উপলব্ধি করে বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন বিজেপি তাদের এই সদস্য সংগ্রহ অভিযানে নিজেদের টার্গেট পূরণ করে তৃণমূলকে চাপে রাখতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!