এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির আভ্যন্তরীন সমীক্ষা – কি হবে ২০১৪-র জেতা ২৮২ আসনের ফলাফল?

বিজেপির আভ্যন্তরীন সমীক্ষা – কি হবে ২০১৪-র জেতা ২৮২ আসনের ফলাফল?

২০১৪ সালে দেশবাসীকে অনেক স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্ত্বাধীন বিজেপি সরকার। আর সামনের বছর ২০১৯ সালে আবার যে লোকসভা নির্বাচন আসছে সেখানে পালা যে স্বপ্ন ২০১৪ তে দেখানো হয়েছিল তার হিসাব দেওয়ার। শুধু তাই নয় এবারের নির্বাচনে বৃহত্তর ঐক্যের বিরুদ্ধে লড়তে হতে পারে, আর তাই ২০১৯ এর নির্বাচন কঠিনতম নির্বাচন হতে চলেছে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির কাছে। সেই লড়াইয়ে নামার আগে, তাই চারিদিক ভালো করে খতিয়ে দেখে নিতে চাইছে গেরুয়া শিবির। আর তাই, গুজরাট বিধানসভা নির্বাচনের আগে ২০১৪ সালে যে ২৮২ টি আসনে সরাসরি বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন সেই সকল আসনে এক আভ্যন্তরীন সমীক্ষা চালানো হয় বিজেপির তরফে। সেই সমীক্ষার ফলে চমকে গিয়েছিল খোদ গেরুয়া শিবির, কিন্তু নির্বাচনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে তখন তা সামনে আনা হয় নি।

কিন্তু সম্প্রতি সামনে এসেছে সেই আভ্যন্তরীন সমীক্ষার রিপোর্ট। সেই রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৪ সালে যেটা ২৮২ টি আসনের মধ্যে ভরাডুবি হতে পারে ১৫২ টি আসনে। এর মধ্যে সবথেকে বড় ধাক্কা লাগতে চলেছে উত্তরপ্রদেশে, সেখানে আগের বারের যেটা ৪৮ টি আসন হাত থেকে বেরিয়ে যেতে পারে। অন্যান্য উল্লেখযোগ্য রাজ্যগুলি মধ্যে – রাজস্থানের ১৩ টি, মধ্যপ্রদেশের ১৬ টি, মহারাষ্ট্রের ১৭ টি, বিহারের ১২ টি, ঝাড়খণ্ডের ৫ টি, হরিয়ানার ৭ টি, পঞ্জাবের ২ টি এবং উত্তরাখণ্ডের ৩ টি আসনে বিরূপ ফলের আশা করছে গেরুয়া শিবির। এছাড়াও অন্যান্য সব রাজ্য মিলিয়ে আরো প্রায় ২৮ টি আসনে হতে পারে ভরাডুবি বলে গেরুয়া শিবিরের আশঙ্কা। তবে এই রিপোর্ট হাতে পেয়ে বসে নেই গেরুয়া শিবির, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেইসব আসন নিয়ে কাঁটাছেড়া।

প্রথমেই ২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য – ‘নতুন ভারত – যুব ভারত’ এই স্লোগানকে সামনে রেখে লড়াইয়ে নামছে গেরুয়া শিবির। কেন ওই আসনগুলিতে ভরাডুবি হতে পারে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট খুঁজে বার করা হচ্ছে এবং কিভাবে সেই পরিস্থিতি বদলানো যায় তার জন্য দলীয় স্তরে কাজ শুরু হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গেই ওই সকল আসনে বিকল্প প্রার্থীর নাম ঠিক করে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় নেতৃত্ত্বকে। তবে জেতা ১৫২ আসনে যদি পরাজয়ও নেমে আসে বিকল্প হিসাবে হারা আসনগুলির থেকে তা ভরিয়ে নিতে চাইছে গেরুয়া শিবির। নতুন সম্ভানাময় আসনের মধ্যে উত্তর-পূর্বের ২৪ টি আসন এবং বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ১০৫ টি আসনের মধ্যে অন্তত ৮০ টি আসন জিততে মরিয়া বিজেপি। তার উপরে গেরুয়া শিবিরের বিশ্বাস পুরোনো শরিকদের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে নিতে পারলেই ওই ১৫২ টি আসনেও ফল অন্যরকম হতে পারে। সবমিলিয়ে লোকসভা নির্বাচন ঘিরে এখন থেকেই সাজ সাজ রব গেরুয়া শিবিরের অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!