এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লালের দেখানো পথে এবার গেরুয়া? বদলে যাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সমীকরণ?

লালের দেখানো পথে এবার গেরুয়া? বদলে যাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সমীকরণ?

আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বনাথ সমদ্দারের ডিভিশন বেঞ্চ সিপিএমের করা মামলার পরিপ্রেক্ষিতে এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, ২৩ এপ্রিল ২০১৮ বেলা ৩টে পর্যন্ত সিপিএম প্রার্থীদের যত ই-নমিনেশন জমা পড়েছে, তা গ্রহণ করতে হবে রাজ্যে নির্বাচন কমিশনকে। ফলে স্বভাবতই খুশির হাওয়া বাম শিবিরে। কিন্তু তার থেকেও বেশি খুশি গেরুয়া শিবির। কেননা বামেদের দেখানো পথেই এবার হাইকোর্টে মামলা করতে চলেছেন বিজেপি নেতা এবং আইনজীবী প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

প্রতাপবাবুর দাবি বিজেপির দুহাজারেরও বেশি ই-মনোনয়ন পাঠানো আছে নির্বাচন কমিশনে। ফলে বামেদের ই-মনোনয়ন যদি গৃহীত হয় তাহলে সেই একই সুযোগ পাওয়া উচিত গেরুয়া শিবিরেরও। এই আর্জি নিয়েই তিনি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন, এখন দেখার গেরুয়া শিবিরের সেই দাবি আদালত মানে কিনা। যদি বামেদের পাশাপাশি বিজেপির ই-মনোনয়নও গ্রাহ্য হয়, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা শাসকদলের ৩৪% আসনের হিসাব এবার বদলে যেতে বাধ্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, আদালতের নির্দেশ অনুযায়ী, সিপিএম প্রার্থীদের ই-মনোনয়নগুলি স্ক্রুটিনি করে বৈধ মনোনয়নগুলি শুধুমাত্র গ্রহণ করতে হবে। এর পরে নতুন করে প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে। তার পরে এই নতুন প্রার্থী তালিকা অনুযায়ী তৈরি হবে ব্যালট পেপার। ফলে, আগামী ১৪ মের মধ্যে এতো কিছু সম্ভব হবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠে গেছে। আর তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন পঞ্চায়েত নির্বাচন আপাতত পিছিয়ে যাওয়ার পথেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!