এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের যুদ্ধ জয়ে বিজেপির বড় ভরসা হতে চলেছে খড়্গপুর-শিবপুর? সামনে নতুন পরিকল্পনার নীল নকশা

একুশের যুদ্ধ জয়ে বিজেপির বড় ভরসা হতে চলেছে খড়্গপুর-শিবপুর? সামনে নতুন পরিকল্পনার নীল নকশা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যেন তেন প্রকারেণ 2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করাই এখন প্রধান উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টির কাছে। রাজ্যের ক্ষমতায় আসতে এখন বুদ্ধিজীবী এবং শিক্ষিত সম্প্রদায়ের মানুষদের সামনের সারিতে আনতে উদ্যোগী তারা। তবে রাজ্যে পরিবর্তন আনতে বিজেপির পক্ষ থেকে এখন সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর তারই অঙ্গ হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রচার করতে এবার বড়সড় পদক্ষেপ নেওয়া হল গেরুয়া শিবিরের তরফে।

সূত্রের খবর, খড়্গপুর আইআইটি এবং শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্ঘ পরিবারের মনোভাবাপন্ন ছাত্রদের নিয়ে বৈঠক করল বিজেপি এবং সঙ্ঘ পরিবার। সূত্রের খবর, লকডাউনের আগে কলকাতার আইসিসিআরে তথ্যপ্রযুক্তি এবংইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের নিয়ে একটি বৈঠক করেছেন বিজেপি নেতারা। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সংগঠন সম্পাদক শিব প্রকাশ, সঙ্ঘ নেতা প্রদীপ জোশি, রাজ্য বিজেপির সহকারি সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এই বৈঠকে আগামী বিধানসভা ভোটে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা কিভাবে প্রচার করতে পারে বিজেপির হয়ে এবং কিভাবে তারা বিজেপি টিকিটে লড়তে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিমধ্যে খড়্গপুর আইআইটির কয়েকজন প্রাক্তন ছাত্রের নামের তালিকা সঙ্ঘ নেতা প্রদীপ জোশির কাছে জমা পড়েছে বলে খবর। বর্তমানে খড়্গপুর আইআইটির প্রাক্তন ছাত্র অনিমেষ বিশ্বাস বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়ায় প্রচারের রণকৌশলের সমস্ত দিকটি দেখভাল করছে।

আর তিনিই তথ্যপ্রযুক্তি ছাত্র-ছাত্রীদের কিভাবে বিজেপির হয়ে প্রচার করতে হবে, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন। একইভাবে মুম্বইয়ের বাসিন্দা প্রাক্তন আইআইটিয়ান হেমন্ত দিক্সিত এই রাজ্যের সমস্ত পরিসংখ্যান কেন্দ্রীয় নেতাদের হাতে তুলে দিচ্ছেন। আর তারপর কেন্দ্রীয় নেতারা সেই পরিসংখ্যান রাজ্যের নেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির কাছে এখন প্রধান লক্ষ্য বাংলার বিধানসভা নির্বাচনে জয় লাভ করা।

তাই এই নির্বাচনে জয়লাভ করতে যা যা করা প্রয়োজন, বিজেপি সমস্ত কিছু করতে উদ্যোগী। তাই এবার রাজ্যের আইআইটি ও অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের মেধাবী পড়ুয়াদের সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের দলের স্বপক্ষে ঝড় তুলতে পদ্ধতি অবলম্বন করছেন বিজেপি নেতৃত্ব। এখন বিজেপির এই সোশাল মিডিয়া টিম এখন থেকেই প্রচার করতে কতটা সক্ষম হয় এবং তৃণমূলকে কতটা চাপে রাখে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!