এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট ভোটে নেই কোনো নির্বাচনী ইস্তেহার, বিজেপিকে নিয়ে গুঞ্জন বাড়ছে

গুজরাট ভোটে নেই কোনো নির্বাচনী ইস্তেহার, বিজেপিকে নিয়ে গুঞ্জন বাড়ছে

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আর মাত্র ৪ দিন বাকি, কিন্তু এখনো কোনো নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেনি রাজ্যের শাসকদল বিজেপি। আর তা নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি গুজরাটের ফলাফল নিয়ে চাপে বিজেপি নেতৃত্ত্ব। প্রধান বিরোধী দল কংগ্রেস ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করে দিয়েছে। প্রসঙ্গত ২০১২ এর বিধানসভা নির্বাচনের ১০ দিন আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিল বিজেপি।
যদিও এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ত্ব। বিজেপির মতে, নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে গুজরাতবাসীর আস্থা রয়েছে এবং তিনি কী করতে চান তা রাজ্যের মানুষ ভালো করে জানেন, তাই আলাদা করে নির্বাচনী ইস্তেহার প্রকাশের প্রয়োজন হয়নি। বিজেপি নেতাদের আরো দাবি, ইস্তেহার প্রকাশের চেয়ে গত ২২ বছরে রাজ্যে কীভাবে বিজেপি উন্নয়ন করেছে তা প্রচার করা হচ্ছে। পাশাপাশি ইউপিএ বা কংগ্রেস কীভাবে বারবার গুজরাতের উন্নয়নে বাধা তৈরি করেছে সেটাও ঢালাও প্রচার করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!