এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় নতুন মন্ত্রীসভা নিয়ে বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির

ত্রিপুরায় নতুন মন্ত্রীসভা নিয়ে বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির


ত্রিপুরায় মন্ত্রীসভা গঠনের পর থেকেই একের পর এক অস্বস্তিজনক গোপণ তথ্য জনসমক্ষে আসায় রীতিমতো বিচলিত রাজ্যের গেরুয়া শিবির। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR) জানিয়েছে, ত্রিপুরার মন্ত্রীসভায় একাধিক মন্ত্রী ফৌজদারী মামলায় অভিযুক্ত। মন্ত্রীসভায় শপথ নেওয়া ৬ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে। ৬ জন দুর্নীতির অভিযোগে দুষ্ট যার মধ্যে অন্যতম হলেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বিজেপির রতন লাল নাথের বিরুদ্ধে হত্যার চেষ্টা, হিংসা ছড়ানোর চেষ্টা, মানহানি ইত্যাদির মতো অভিযোগ সম্বলিত ৪টি গুরুতর মামলা রয়েছে। অন্য আরেক বিজেপি নেতা সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে হিংসা ছড়ানো, শ্লীলতাহানি, বিপজ্জনক অস্ত্র নিয়ে হিংসা ছড়ানো, ইত্যাদি অভিযোগ রয়েছে। বিজেপি নেতা মনোজ কান্তি দেবের বিরুদ্ধে ও ২টি মামলা রয়েছে। যদিও এই ৩ মন্ত্রীর বিরুদ্ধে আনা অপরাধ এখনও প্রমাণ হয়নি।

জিষ্ণু দেববর্মা, প্রণজিত্‍ সিংহ রায় ও সুদীপ রায় বর্মন প্রমুখ হলেন বিজেপি নেতা ও প্রতিপত্তিশালি মন্ত্রী। এদের বিরুদ্ধেও রয়েছে বিপুল পরিমাণ টাকা তছরূপের অভিযোগ। জিষ্ণু দেববর্মার বিরুদ্ধে ১১ কোটি টাকা, প্রণজিত্‍ ও সুদীপের বিরুদ্ধে যথাক্রমে ৫ ও ৩ কোটি টাকা তছরূপের মামলা রুজু রয়েছে। সবচেয়ে অল্প অঙ্কের ১.৩৯ লাখ টাকা তছরূপের মামলা রয়েছে সব থেকে কম বয়েসী মন্ত্রী পঞ্জরথল কেন্দ্রের সান্ত্বনা চকমার বিরুদ্ধে। মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখতে গেলে আরেক নজির বিহীন চিত্র উঠে আসে। ৭ জন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক স্তর চলছে বলা রয়েছে , ২ জনের যোগ্যতা স্নাতকোত্তর । সেখানে মন্ত্রীদের বয়েসের পরিসংখ্যান নজর করলে জানা যায় ৪ জন মন্ত্রীর বয়স ৩১-৫০ বছর। বাকি ৫ মন্ত্রীর ৫১-৮০ বছর। সবমিলিয়ে ত্রিপুরায় ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েও, এই তথ্য সামনে আসায় যথেষ্টই অস্বস্তিতে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!