এখন পড়ছেন
হোম > জাতীয় > মিলছে না সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক! মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি থেকে পিছু হঠল বিজেপি!

মিলছে না সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক! মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি থেকে পিছু হঠল বিজেপি!


মহারাষ্ট্রের সঙ্কট অব্যাহত! শিবসেনার মুখ্যমন্ত্রী পদের দাবির কাছে কিছুতেই মাথা নোয়াতে রাজি নয় বিজেপি। এদিকে, মহারাষ্ট্র সরকারের মেয়াদ শেষে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। ফলে শুরু হয়েছে চূড়ান্ত সঙ্কটের পরিস্থিতি। এবারের বিধানসভা নির্বাচনে মনোমালিন্য ভুলে জোট বেঁধে লড়েছিল বিজেপি-শিবসেনা। কিন্তু প্রায় বিরোধী-শূন্য ময়দানেও খারাপ ফল হয় দু-দলেরই।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বিজেপি একই সরকার গড়ার মত জায়গায় চলে যাবে! কিন্তু বেলা বাড়তেই পাল্টাতে থাকে ট্রেন্ড। দিনের শেষে দেখা যায় – শিবসেনার সাহায্য ছাড়া কিছুতেই সরকার গড়তে পারবে না বিজেপি। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে চাপ বাড়াতে থাকে শিবসেনা। তাদের স্পষ্ট দাবী – ৫ বছরের মেয়াদ কালের আড়াই-আড়াই বছর করে দু-তরফের মুখ্যমন্ত্রী হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাতে রাজি ছিল না বিজেপি। তাদের দাবি ছিল বড় শরিক হিসাবে তারাই ৫ বছরের মুখ্যমন্ত্রীত্ব নেবে। শিবসেনাকে উপ-মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব দেয় হবে। আর এখানেই শুরু হয় অচলাবস্থা। এই অবস্থায় রাজ্যপাল গতকাল বিজেপিকে সর্ব-বৃহৎ দল হিসাবে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। তার আগে, দফায়-দফায় নিজেদের মধ্যে বৈঠক করেন বিজেপি নেতারা।

কিন্তু, কিছুতেই সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক না মেলায়, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের শেষে তারা স্পষ্ট জানিয়ে দেয় – সরকার গঠনের দাবি থেকে সরে আসছে বিজেপি। আর এরপরেই বিজেপি নেতারা শিবসেনার উপর তোপ দাগতে শুরু করেছে। জোট বেঁধে নির্বাচনে লড়ার পরেও শিবসেনা এইভাবে চাপ সৃষ্টি করে সরকার গড়তে না দেওয়াকে – জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করছেন তাঁরা। ফলে সবমিলিয়ে জমজমাট মহারাষ্ট্রের রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!