‘বাহুবলিতে’ আস্থা রেখে লোকসভা নির্বাচনের আগে মেগা ধামাকা গেরুয়া শিবিরের জাতীয় বিশেষ খবর May 6, 2018 শিয়রে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনে জিতে কেন্দ্রে বিজেপি শিবিরের পুনরাগমনের জন্য গেরুয়া শিবির অনেকাংশে তাকিয়ে সঙ্ঘ পরিবারের দিকে। আর তাই সঙ্ঘের মাহাত্ম্য প্রচারে বিগ বাজেট ধামাকা দিতে চলেছে গেরুয়া শিবির! সূত্রের খবর, ১৮০ কোটি টাকা বাজেটের সিনেমা হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিয়ে। বাজেট শুনলে সত্যিই মুখ হাঁ হয়ে যায়! ২০১৯ সালের লোকসভা ভোটকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আরএসএস বলে সূত্রের খবর। আর এই সিনেমার স্ক্রিপ্ট লিখেত চলেছেন সুপারহিট দুটো সিনেমা বাহুবলী, বজরঙ্গী ভাইজান সিনেমার চিত্রনাট্যকার কেভি বীজেন্দ্রপ্রসাদ। জানা যাচ্ছে হিন্দি ছাড়াও ইংরাজি, তেলেগু, তামিল, কন্নড় ভাষাতেও ডাবিং করা হবে সিনেমাটি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ইতিমধ্যেই আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কথা বলে চিত্রনাট্যের খসড়া চূড়ান্ত করেছেন বীজেন্দ্রপ্রসাদ বলে গেরুয়া শিবিরের খবর। তবে চিত্রনাট্যের কাজ শুরু হলেও ঠিক হয়নি ছবির পরিচালক ও অভিনেতাদের নাম। ‘আরএসএস ভাগ্যধ্বজ’ ও ‘আরএসএস’ এই দুটো নাম আপাতত নির্ধারণ করা হয়েছে সিনেমার জন্য। এছাড়া জানা যাচ্ছে, সিনেমাটিতে নাকি অক্ষয়কুমার অভিনয় করতে চলেছেন। সংঘ পরিবার সম্পর্কে মানুষের মনে যে ভুল ধারণার জন্ম হয়েছে তা দূর করতেই এই সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছে আরএসএস বলে দাবি। ভি সাভারকর, এমএস গোলওয়ারকর, কেশব বালিরামের মতো উল্লেখযোগ্য আরএসএস নেতাদের মাহাত্ম্য প্রচার করা হবে এই সিনেমায়। তাছাড়া দেখানো হবে আরএসএস এর ইতিহাসও – এমনটাই জানাচ্ছে আরএসএস সূত্রের খবর। আপনার মতামত জানান -