এখন পড়ছেন
হোম > জাতীয় > মুসলিম বিরোধী মন্তব্য করায় দলীয় বিধায়কের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল গেরুয়া শিবির

মুসলিম বিরোধী মন্তব্য করায় দলীয় বিধায়কের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল গেরুয়া শিবির

করোনা থেকে বাঁচতে গোটা দেশ এখন লকডাউনের পথে। প্রত্যেকেই এখন গৃহবন্দী। এমতাবস্থায় সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন উত্তরপ্রদেশের দেওয়ারী জেলার বহরজ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি। যেখানে মুসলিম বিক্রেতাদের কাছ থেকে সবজি না কেনার জন্য সকলকে আবেদন জানিয়েছিলেন তিনি। আর করোনা ভয়াবহতার মুহূর্তে বিজেপি বিধায়কের মুখ থেকে এই সাম্প্রদায়িক কথা শোনার পরেই নানা মহলে শোরগোল পড়ে যায়।

অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টিও। আর এবার দলের বিধায়ক মুসলিম বিরোধী মন্তব্য করায় তাকে সঠিক কারণ দেখানোর নির্দেশ দিল বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সুরেশ তিওয়ারি নামে এক বিজেপি বিধায়ক 14 সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে তিনি বলেন, “আমি আপনাদের খোলাখুলি একটা কথা বলছি। মাথায় গেঁথে নিন। মিয়াদের থেকে সবজি কেনার কোনো দরকার পড়ে না।” আর হঠাৎ করে কেন এই ধরনের কথা বললেন বিজেপি বিধায়কড় তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন।

বিরোধীদের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু হয়। এই মুহূর্তে বিজেপি বিধায়কের কথাকে দুর্ভাগ্যজনক বলে দাবি করতে থাকে রাজনৈতিক মহলের একাংশ। ফলে প্রবলভাবে চাপে পড়ে ভারতীয় জনতা পার্টি। যার জন্য এবার সেই বিজেপি বিধায়ককে তার মন্তব্যের কারন দর্শানোর নির্দেশ দিল সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, সম্প্রতি এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি বলেন, “বিজেপি বিধায়ক কেন এই ধরনের মন্তব্য করেছেন, তার কারণ দেখানোর জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির সর্বভারতীয় সভাপতি এরপরেই নিশ্চিত করেন, “এই ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না। উত্তরপ্রদেশ বিজেপিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।” তবে দলের তরফে তার এই মন্তব্য নিয়ে আপত্তি জানানো হলেও, নিজের অবস্থান থেকে সরে আসেননি সুরেশ তিওয়ারি নামে ওই বিজেপি বিধায়ক। এদিন তিনি বলেন, “17-18 তারিখ নাগাদ আমি আমার কেন্দ্রে গিয়েছিলাম। একটা জায়গায় 10-12 জন লোক আমায় তাদের সমস্যার কথা বলেছিলেন।”

তিনি জানিয়েছেন, “তারা আমায় জানান মুসলমান সবজি বিক্রেতারা থুতু ছিটিয়ে তারপর বিক্রি করছে। আমি তখন বলি, এতে তো আমি কিছু করতে পারব না। তারচেয়ে আপনার একটা কাজ করতে পারেন। ওদের থেকে সবজি কিনবেন না। সবজি না কিনলে করোনা থেকে বাঁচবেন, এতে আমি কি ভুল বলেছি বলুন! এটাকে নিয়ে বেশি বড় করে হট্টগোল পাঠানো হচ্ছে।” তবে বিজেপি বিধায়কের মুসলমানদের বিরুদ্ধে যদি এই কথাটা যদি সত্যি বলে ধরে নেওয়াও হয়, তাহলেও তিনি কেন মুসলমান সমাজ সম্পর্কে এ ধরনের কথা বলবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় জনতা পার্টির উপরে। আর তাই পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, তার জন্যই সেই বিজেপি বিধায়কের কাছে এই ব্যাপারে কারণ জানতে চেয়ে সঠিক পদক্ষেপ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলে মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমনিতেই বিরোধীরা প্রচার করে – বিজেপি নাকি মুসলিম বিরোধী দল। আর বিজেপির এক জনপ্রতিনিধির এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই সেই প্রচারে আরও বেশি করে ঘি পড়ল। এখন কারণ হিসেবে দলকে ঠিক কি জানান বিজেপির সুরেশ তিওয়ারি, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!