এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সদস্য অভিযানে ‘জল’ মেশানোর কথা ভাবছেন যেসব কার্যকর্তা, তাঁদের জন্য কড়া ব্যবস্থা বিজেপির

সদস্য অভিযানে ‘জল’ মেশানোর কথা ভাবছেন যেসব কার্যকর্তা, তাঁদের জন্য কড়া ব্যবস্থা বিজেপির

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সদস্যপদ প্রচারাভিযানে যে কোনো ধরণের প্রতারণা বন্ধ করার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে। সদস্য হিসাবে কেউ যোগদান করলেই, পার্টির তরফে তা যাচাই করে দেখা হবে। সংগঠন বাড়ানোর নামে কোনও কার্যকর্তা ‘ফেক মেম্বার’ যাতে বাড়াতে না পারে তার জন্যই এই পদক্ষেপ বলে গেরুয়া শিবির সূত্রে জানা গেছে। গতবার সদস্যপদ বাড়ানোর প্রচারাভিযানে বিজেপি মোট ১১ কোটি সদস্য তৈরি করেছিল, যার মধ্যে শুধু উত্তরপ্রদেশেই সদস্য হয়েছিলেন ১.৩৮ কোটি মানুষ।

কিন্তু বিজেপি সভাপতি অমিত শাহের নির্দেশে, পরে যাচাই করে দেখা যায় এর মধ্যে অন্তত ১৮ লাখ সদস্যকে ‘ভুলভাবে’ বিজেপির সাথে যুক্ত করা হয়েছে। ফলে, তালিকা থেকে ওই ১৮ লাখ লোককে বাদ দিয়ে বিজেপি ১ কোটি ২০ লক্ষ মানুষকে ‘সত্যিকারের সদস্য’ হিসেবে বিবেচনা করেছিল। বিজেপি সূত্রে জানা গেছে, অতীতের এই সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করে, বিজেপির সভাপতি অমিত শাহ ও কার্যকরী সভাপতি জেপি নাড্ডা এবার জাতীয় সদস্যপদ প্রচারাভিযানের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই পরিকল্পনা, এই সদস্য অভিযানের ভারপ্রাপ্ত নেতা শিবরাজ সিং চৌহানের নির্দেশে বিজেপি কার্যকর্তারা নিশ্চিত করছেন। বর্তমানে বিজেপির সদস্যপদ নিতে গেলে – দ্বৈত যাচাই ব্যবস্থা করা হয়েছে। যাঁরা ৬ ই জুলাই থেকে ১১ ই আগস্ট প্রচারণা চলাকালীন মিস কল দিয়ে সদস্য হবেন, তাঁদের মধ্যে অনেকের কাছেই ‘র‌্যান্ডমলি’ ফোন যাবে ‘ভেরিফিকেশনের’ জন্য – আর সেই ফোন কল আসবে রাজ্য থেকে জাতীয় স্তরের হেড অফিস থেকে! সদস্যদের সদস্যপদ নেওয়ার সময় তাঁর নিজের দেওয়া তথ্যই ফোন করে ‘ভেরিফাই’ করা হবে।

এছাড়াও, বুথ স্তরের কার্যকর্তারা অনলাইনে দায়েরকৃত তথ্য যাচাই করবেন বলেও জানা গেছে। আর এইসব তথ্য সঠিক ভাবে যাচাইয়ের পরই কাউকে বিজেপির সদস্য হিসাবে বিবেচনা করা হবে। প্রসঙ্গত, ৮৯৮০৮০৮০৮০ নাম্বারে মিসড কল দিলেই বিজেপির সদস্য হওয়ার রাস্তা খুলে যাচ্ছে। বিজেপি সূত্রে জানা গেছে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে ৬ ই জুলাই থেকে ১০ ই জুলাই পর্যন্ত এই সাধারণ সদস্যপদ অভিযান চলবে। এর পর ৩০ শে আগস্ট পর্যন্ত সক্রিয় সদস্যপদ প্রচারণা চলবে। বিজেপি তাঁদেরই সক্রিয় সদস্য হতে বিবেচনা করবে যাঁরা কমপক্ষে ৫০ জন নতুন সদস্য তৈরি করেছেন। বিজেপির সংবিধান অনুযায়ী, সক্রিয় সদস্যরাই দলের তরফে কোনও নির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!