এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “জয় শ্রীরাম” না বলায় প্রবীণ সংখ্যালঘু অটোচালককে “বেধড়ক মার”! গ্রেপ্তার অভিযুক্ত দুই যুবক!

“জয় শ্রীরাম” না বলায় প্রবীণ সংখ্যালঘু অটোচালককে “বেধড়ক মার”! গ্রেপ্তার অভিযুক্ত দুই যুবক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – “জয় শ্রীরাম” নামক শব্দকে কেন্দ্র করে মাঝেমধ্যেই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে দেখা গেছে। দেশের বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে জয় শ্রীরাম শব্দ উচ্চারণ না করলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে এমনিতেই অনেক দিন ধরে চাপে রয়েছে ভারতীয় জনতা পার্টি।

আর এবার “জয় শ্রীরাম” ও “মোদী জিন্দাবাদ” না বলায় 52 বছর বয়সী এক অটোচালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজস্থানে। জানা গেছে, গফফর আহমেদ কাছওয়া নামে এক ব্যক্তিকে এই “জয় শ্রী রাম” ও “মোদিজি জিন্দাবাদ” না বলার জন্য দুই ব্যক্তি ব্যাপক মারধর করেছে। শুধু তাই নয়, তার কাছ থেকে নগদ 700 টাকা এবং হাতঘড়ি লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই সেই গফফর আহমেদ কাছওয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পুলিশের কাছে তিনি দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় এখন সেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম শম্ভুদয়াল জাট এবং অপরজনের নাম রাজেন্দ্র জাট। তবে রাজস্থানের মাটিতে এই ধরনের ঘটনা ঘটায় এখন ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন অনেকেই।

এদিন এই প্রসঙ্গে পুলিশের কাছে অভিযোগ পত্রে আক্রান্ত গফফর আহমেদ কাছওয়া বলেন, “এক ব্যক্তি আমায় মোদী জিন্দাবাদ স্লোগান বলতে বলেন। আমি তা অস্বীকার করি। এরপর আমায় সপাটে চড় মারা হয়। তারপরই আমার গাড়ি নিয়ে সিকারের দিকে পালানোর চেষ্টা করি। কিন্তু তারা আমার গাড়ি অনুসরণ করে জামালপুরের কাছে আমাকে আটকায়। জোর করে আমায় গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর তারা আমায় জোর করে “মোদী জিন্দাবাদ” “জয় শ্রীরাম” স্লোগান দিতে বলেন। মারধরের পর আমাকে পাকিস্তানে পাঠানোর কথাও বলা হয়।”

তবে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ঘটনা বিজেপির দিকেই যে অভিযোগের আঙুল তুলবে এবং তার পরিপ্রেক্ষিতে বিরোধীরা যে বিজেপিকে চেপে ধরবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!