এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “বিজেপি জেলানেত্রীর মাথায় গোবর রয়েছে” – বিস্ফোরক রাজ্যের মন্ত্রী, সমালোচনার ঝড় সর্বত্র!

“বিজেপি জেলানেত্রীর মাথায় গোবর রয়েছে” – বিস্ফোরক রাজ্যের মন্ত্রী, সমালোচনার ঝড় সর্বত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে রাজ্য জুড়ে। এবার কোচবিহার জেলা বিজেপি সভানেত্রীর মাথায় গোবর রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সূত্রের খবর, শনিবার তুফানগঞ্জের দেওচারাইতে বঙ্গধ্বনী যাত্রার সূচনা করেন তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী। আর সেখানেই বিজেপি জেলা সভানেত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে।

এদিন কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভাকে আক্রমন করে তৃণমূলের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “রাজ্য সরকার মানুষকে পরিসেবা দিচ্ছে। হাজার হাজার মানুষ এই পরিষেবা নিচ্ছেন। কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায় একটা শিবিরে গিয়ে এটা দেখুন। কিন্তু এটা তিনি বুঝবেন না। ওর মাথায় গোবর আছে। ওদের শরীরে রক্তের বদলে বইছে গোমূত্র। তাই বিজেপি নেতাদের ওসব বোঝার ক্ষমতা নেই। ওদের মানুষ বোঝাবে। আগামী বিধানসভা নির্বাচনের মাধ্যমে ভোটাররা ওদের উচিত শিক্ষা দেবে।” আর বিরোধী দলের নেত্রী সম্পর্কে রাজ্যের শাসকদলের হেভিওয়েট মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে এখন ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে গোটা জেলাজুড়ে।

এদিন জনগণকে আত্মরক্ষার জন্য লাঠি ব্যবহার করার পরামর্শ দিতেও দেখা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। তিনি বলেন, “ওরা বাংলার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, মারধর করছে, ফসল লুট করছে, রক্ত ঝরাচ্ছে। আমরা জনগণকে বলছি, আত্মরক্ষার জন্য লাঠির প্রয়োজন। সবার বাড়িতে বাঁশের ঝাড় আছে। একটা করে কঞ্চি বানিয়ে রেখে তাতে তেল মাখিয়ে রোদে রাখুন। যাতে ওই সমস্ত হার্মাদরা আক্রমণ করতে এলে কঞ্চি পেটা করে উচিত শিক্ষা দেওয়া যায়।”

স্বাভাবিক ভাবেই রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যে এখন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে যেখানে প্রতিনিয়ত অশান্তির আশঙ্কা করা হচ্ছে, সেখানে রাজ্যের মন্ত্রী যদি এইভাবে বিরোধী দলের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন, তাহলে অবস্থার আরও অবনতি হতে পারে বলে দাবি করছেন একাংশ। যার ফলে বিভিন্ন এলাকায় শাসক- বিরোধী রাজনৈতিক সংঘর্ষে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায়ের মাথায় গোবর থাকা নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিতর্কিত মন্তব্য করলেও, তার পাল্টা জবাব দিয়েছেন জেলা বিজেপির সভানেত্রী। এদিন তিনি বলেন, “ওনার মতিভ্রম হয়েছে। এই ধরনের ভাষা প্রয়োগ মস্তিষ্ক বিকারের পরিচয়। আসলে ওরা বুঝে গিয়েছে পরাজয় নিশ্চিত। তাই উন্মাদের মত কথা বলছে। ডান্ডা মেরে ঠান্ডা করার চেষ্টা বামফ্রন্ট করে হাওয়া হয়ে গিয়েছে। তৃণমূলেও হয়ে যাবে। জনগণ বিজেপির সাথে রয়েছে।”

অন্যদিকে বাঁশের কঞ্চি মন্তব্য প্রসঙ্গে মালতিদেবী বলেন, “জনগণ বিজেপির পাশে আছে। তাই অনেক বেশী মজবুত ও শক্তিশালী কঞ্চি তৈরি আছে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে শুরু করেছে। এবার যেভাবে রবীন্দ্রনাথ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করলেন এবং তার পরিপ্রেক্ষিতে জবাব দিলেন মালতী রাভা, তাতে অবস্থা বেগতিক হওয়ার আশঙ্কা করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!