এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বিজেপি ঝড়ের বেগে গুজব ছড়ায়, আমরা ঝড়ের বেগে উন্নয়ন করব।’ দাবি মমতার

‘বিজেপি ঝড়ের বেগে গুজব ছড়ায়, আমরা ঝড়ের বেগে উন্নয়ন করব।’ দাবি মমতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল বিজেপির প্রতি অভিযোগ করেছেন যে, বিজেপি ঝড়ের বেগে গুজব ছড়ায়, কিন্তু তৃণমূল ঝড়ের বেগে উন্নয়ন করবে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, বিজেপি কুৎসা রটিয়ে থাকে। নিজে মিছিল করে সেখানে নিজের লোক মেরে থাকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, তিনি গতকাল উত্তরকন্যা অভিযানে গুলি লেগে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুকে ইঙ্গিত করেছেন।

প্রসঙ্গত, গতকাল শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল এই মিছিলে ৫০ বছর বয়স্ক বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে পুলিশ তাঁর ময়নাতদন্তের রিপোর্টে জানিয়েছে যে, শটগান দিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল তাঁকে। তাঁর মৃত্যু ঘটেছে যে শটগানের গুলি লেগে, সে রকম শটগান পুলিশ ব্যবহার করেনা বলে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সকালে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়েছে, ” পুলিশ শটগান ব্যবহার করে না। স্পষ্ট বোঝা যাচ্ছে, গতকাল শিলিগুড়ির বিক্ষোভ মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের আনা হয়েছিল। তারাই গুলি চালিয়েছিল। সেই গুলিই খুব কাছ থেকে লেগে মারা গেছেন ওই ব্যক্তি। এটা খুবই অসাংবিধানিক ঘটনা। মিছিলে অস্ত্র নিয়ে আসার কথা নয়। অস্ত্র ব্যবহার করে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই হিংসা ছড়ানো হয়েছে গতকালের মিছিলে। সিআইডি এই ঘটনার তদন্ত করছে। খুব দ্রুত সামনে আসবে সত্য। ”

আপনার মতামত জানান -

তাঁর ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে যে, পুলিশের গুলিতে উলেন রায়ের মৃত্যু হওয়া সম্ভব নয়। কারণ, তাঁর শরীরে যে গুলি পাওয়া গেছে, তা পুলিশের কাছে থাকা সম্ভব নয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের এই বক্তব্যর পর এই অবস্থার জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। প্রসঙ্গত গতকাল পুলিশের অত্যাচারে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছিল বিজেপি। কিন্তু এবার বিজেপিকে এই ঘটনার জন্য অভিযুক্ত করেছে তৃণমূল।

তৃণমূলের অভিযোগ, মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিজেপি অশান্তি ছড়িয়ে ছিল। এই প্রেক্ষিতে বিজেপিকে অভিযুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রতি মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন, ” তুমি ছররা দিয়ে একটা লোককে মেরে প্রোপাগান্ডা করতে চাইছো? ” এরপর সংবাদ মাধ্যমের প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” আমার অনুরোধ, ওরা (বিজেপি) যখনই কোনও কথা বলবে, একটু ক্রস চেক করবেন। ” তবে, রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি। রাজ্য পুলিশ নিরপেক্ষ নয়, রাজ্য পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এমন অভিযোগ বিজেপির পক্ষ থেকে বারবার উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!