এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগ দিতেই ফোন ট্যাপিংয়ের অভিযোগ শুভেন্দুর! বাড়ছে জল্পনা!

বিজেপিতে যোগ দিতেই ফোন ট্যাপিংয়ের অভিযোগ শুভেন্দুর! বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অতীতে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পরেই দাবি করেছিলেন, তার সবকটি টেলিফোন ট্যাপ করা হচ্ছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে রীতিমত শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। আর এবার বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই সেই একই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের প্রশাসনকে কার্যত বিড়ম্বনায় ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। মুকুল রায়ের মত শুভেন্দু অধিকারীর গলাতেও এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এই রকম অভিযোগ সামনে আসায় বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু নিয়ে উত্তাপ যে ক্রমশ বাড়তে পারে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা।

সূত্রের খবর, এদিন মহিষাদলের জনসভা থেকে নাম না করে এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রশাসনকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ভাইপোর পুলিশ আমার ফোন ট্যাপ করছে।” স্বভাবতই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হতে শুরু করেছে। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী একথা বলে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন, ঠিক তেমনই রাজ্যের পুলিশ প্রশাসনকেও অস্বস্তিতে ফেলে দিলেন। তাহলে কি বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই সেই সমস্ত নেতাদের মোবাইল ফোনে আড়িপাতা হচ্ছে!

কেননা এর আগে মুকুল রায় এই অভিযোগ করার পর তা নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। কিন্তু এবার বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথে শুভেন্দু অধিকারীর গলাতেও সেই একই অভিযোগ পাওয়ায় গোটা ঘটনার মধ্যে কিছুটা হলেও বাস্তব রয়েছে বলে দাবি করছেন একাংশ। বিরোধীদের অভিযোগ, এই রাজ্যে যে গণতন্ত্র নেই, তাই এই ঘটনাতেই পরিষ্কার। কে কার সাথে কথা বলবে, সেখানেও যদি আড়িপাতা হয়, তাহলে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। যা সত্যিই অনুচিত বলে দাবি করছেন সকলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক সভা থেকে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করছেন তিনি। যেখানে “তোলাবাজ ভাইপো হটাও” বলে শ্লোগান তুলতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতাকে। আর এবার সরাসরি ভাইপোর পুলিশ তার ফোন ট্যাপ করছে বলে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ তুললেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।

আর তার এই অভিযোগ যে এখন রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে অস্বস্তির মুখে ফেলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!