এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি যোগেও পুরোনো দলকে ভুলতে পারছেন না হেভিওয়েট নেতা? পুরোনো চিহ্নই ভোট দিতে বলাতে জল্পনা

বিজেপি যোগেও পুরোনো দলকে ভুলতে পারছেন না হেভিওয়েট নেতা? পুরোনো চিহ্নই ভোট দিতে বলাতে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছরখানেক হলো কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে এসেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু দীর্ঘকাল ধরে কংগ্রেসে থাকার কারণে পুরনো দলকে তিনি হয়তো ভুলতে পারেননি এখনও। এ কারণে গতকাল উপ নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করতে গিয়ে ভুলবশত, তিনি কংগ্রেসের হয়ে ভোট চেয়ে বসলেন। কংগ্রেসের হয়ে তাঁর এই ভোট চাওয়ার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সিন্ধিয়ার বিজেপিতে যোগদান করেও কংগ্রেসের হয়ে ভোট চাওয়ার ভিডিওকে কেন্দ্র করে তাঁকে রীতিমতো ট্রোলড হতে হল সোশ্যাল মিডিয়ায়, কংগ্রেসের আক্রমনের মুখেও পড়তে হলো তাঁকে।

এদিকে দু’দিন পরেই রয়েছে মধ্যপ্রদেশের একাধিক বিধানসভা কেন্দ্রর উপনির্বাচন। এই উপনির্বাচনে প্রাক্কালে ডাবরায় বিজেপি নেত্রী ইমারতি দেবীর হয়ে গতকাল ভোট প্রচারে বেরিয়েছিলেন মধ্যপ্রদেশের মহারাজ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এসময় জনতার কাছে বিজেপির ভোট চাইতে গিয়ে তিনি বলে ফেললেন, ” ডাবরার প্রিয় জনতা প্রতিশ্রুতি দিন, ৩ নভেম্বর আপনারা হাত চিহ্নেই ভোট দেবেন।”

হাত চিহ্ন হলো, কংগ্রেস দলের প্রতীক। সম্প্রতি, সিন্ধিয়া পদ্ম শিবিরে যোগদান করেছেন। কিন্তু, দীর্ঘদিন ধরে তাঁর কংগ্রেসে থাকার কারণে, বিষয়টি কিছুক্ষণের জন্য তিনি হয়তো আত্মবিস্মৃত হয়েছিলেন। যদিও অল্পসময়ের মধ্যেই নিজের ভুল বুঝতে পারেন তিনি। নিজের ভুল শুধরে নিয়ে তাঁকে আবার বলতে শোনা যায়, ” প্রিয় জনতা কথা দিন ৩ নভেম্বর পদ্ম চিহ্নে ভোট দিয়ে হাত-কে মধ্যপ্রদেশ থেকে একেবারে মুছে ফেলবেন।” কিন্তু, তারমধ্যে তাঁর পূর্বের কথার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিও পৌঁছে যায় বহু মানুষের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, দু’দিন বাদেই আগামী ৩ রা নভেম্বর মধ্যপ্রদেশের একাধিক বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই উপনির্বাচনে কংগ্রেস ও বিজেপির মধ্যে চলছে জোর লড়াই। ক্ষমতায় আসতে হলে এই ২৮ টি আসনে জয়লাভ করতে হবে কংগ্রেসকে। অন্যদিকে বিজেপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে, এই আসন গুলিকে যেভাবেই হোক ধরে রাখতে হবে। এক হিসেবে জীবন-মৃত্যুর সংগ্রাম চলছে মধ্যপ্রদেশে। সেই যুদ্ধের প্রাক্কালে এমন বেফাঁস মন্তব্য করে তিনি নিজে ও তাঁর দলকে যথেষ্ট সমস্যা ফেললেন মধ্যপ্রদেশের মহারাজ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

তাঁর এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে যাবার কারণে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে যেমন ট্রোলড হতে হলো। তেমনই তাঁর এই ভিডিওকে হাতিয়ার করে মধ্যপ্রদেশ কংগ্রেস তাঁর বিরুদ্ধে কটাক্ষ করতে আরম্ভ করলো। মধ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে টুইট করা হলো, ” মধ্যপ্রদেশের মানুষ আপনাকে কথা দিচ্ছে, ৩ নভেম্বর তাঁরা হাত চিহ্নেই ভোট দেবেন।”

অন্যদিকে, উপনির্বাচনের ভোট প্রচার করার সময় কংগ্রেস নেতা কমলনাথ সিন্ধিয়াকে ‘কুকুর’ বলে কটাক্ষ করেছিলেন। কমল নাথের কটাক্ষের জবাবে তিনি নিজেকে ‘জনতার কুকুর’ বলে সম্বোধন করলেন। সেই সঙ্গে তিনি জানান, সাধারণ মানুষ হলেন তাঁর প্রভু। কুকুর যেমন তার প্রভুকে রক্ষা করে থাকে, তিনিও তেমনি রক্ষা করেন জনতাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!