এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি যোগের জল্পনা নিয়ে জবাব দিলেন তৃণমূলী মন্ত্রী! জেনে নিন

বিজেপি যোগের জল্পনা নিয়ে জবাব দিলেন তৃণমূলী মন্ত্রী! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পরেই তৃণমূলের অন্দরমহলে ভাঙ্গন জোরদার হতে শুরু করবে বলে জল্পনা তৈরি হয়েছিল। নতুন বছর পড়ার সাথে সাথেই আবার রাজ্যে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর তারা রাজ্যে আসলে যে আবার বড় রকমের একপ্রকার চমক থাকবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেই চমকের মধ্যে যে তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা এবং মন্ত্রীর গেরুয়া শিবিরের নাম লেখানোর মত ঘটনা ঘটবে, সেই ব্যাপারেও আত্মপ্রত্যয় পোষণ করতে দেখা যাচ্ছে একাংশকে।

আর এই পরিস্থিতিতে সাম্প্রতিককালে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অরুপ রায়ের বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁকে। যাকে নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়েছিল গোটা বাংলা জুড়ে। তবে এবার সৌমিত্রবাবুর করা সেই মন্তব্যকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। যেখানে বিজেপিতে যোগ দেওয়ার কোনো প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে একটি দলীয় সভা করেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। আর সেখানেই অরূপ রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে। সৌমিত্রবাবু বলেন, “অরুপ রায় দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে আচমকা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপি যোগের জল্পনা তৈরি হয়। দুপক্ষের সংঘাতে অরূপ রায় পিছিয়ে গিয়েছেন। তবে খুব তাড়াতাড়ি অরূপ রায় বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে কোনো একজন বিজেপিতে যোগ দেবেন।”

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর জানুয়ারি মাসে এই যোগদান হতে পারে বলে নানা মহলের দাবি করা হয়। আর এই পরিস্থিতিতে দুই মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুলে জল্পনায় জল ঢেলে দিলেন তৃনমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী অরূপ রায়। এদিন তিনি বলেন, “ওরা কোথা থেকে এসব পায় জানি না। 1997 সালে তৃনমূল কংগ্রেস শুরু করি। আমি তো সৌমিত্র খায়ের মত কংগ্রেস থেকে তৃণমূল, আর তৃণমূল থেকে বিজেপি করি না। আদর্শ, ভাবনা নিয়ে দল করি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রয়োজনে বসে যাব, কিন্তু এদল ওদল করার মানসিকতা আমার নেই। তাছাড়া বিজেপির নীতি-আদর্শ আমার সঙ্গে মেলে না। ওরা কোন অধিকারে এসব আলোচনা করছে, আমি বলতে পারব না।” স্বাভাবিকভাবেই যে অরূপ রায়কে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, এদিন নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে, তার বিজেপি যোগের কোনো সম্ভাবনা নেই। যার ফলে সৌমিত্র খাঁয়ের কিছুদিন আগে করা মন্তব্য কার্যত প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ।

তবে অনেকে আবার বলতে শুরু করেছেন, এই রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কেউ একজন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু এখন অরূপ রায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নস্যাৎ করে দিলেও, তার ভবিষ্যত রাজনৈতিক পন্থা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কেননা এর আগেও তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা এবং জনপ্রতিনিধি বিজেপিতে যোগ না দেওয়ার মত মন্তব্য করেছিলেন।

কিন্তু আগের দিন তারা দলের প্রতি নিষ্ঠা পোষণ করলেও, পরের দিন তাদের সেই বিজেপিতেই নাম লেখাতে দেখা গেছে। স্বাভাবিকভাবেই এখন অরূপ রায় এই ধরনের মন্তব্য করলেও, পরবর্তীতে গোটা ঘটনা পরম্পরা কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সত্যিই তৃণমূল কংগ্রেসে থেকে সৌমিত্র খাঁ এর বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে দেন, নাকি যোগ দেন বিজেপিতে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!