এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজনীতির ময়দানে টিকে থাকতে বিজেপিতে যোগদানের ‘সরকারি অফার’ গেরুয়া শিবিরের

রাজনীতির ময়দানে টিকে থাকতে বিজেপিতে যোগদানের ‘সরকারি অফার’ গেরুয়া শিবিরের


শনিবার এনডিএ সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে মুর্শিদাবাদের বহরমপুরে উপস্থিত হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির এলাকায় উপস্থিত হয়ে এদিন এই বিজেপি নেতা রাহুল বাবু , অধীর চৌধুরীকে প্রকাশ্যে বিজেপি দলে যোগদানের আহ্বান জানিয়ে বললেন,”আর দেরি করা উচিত নয় অধীরবাবুর। এবার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে নিন।রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে সময় নষ্ট না করে বিজেপিতে যোগ দেওয়াই শ্রেয়।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুধু এইটুকুই না রাহুল বাবু আরোও বললেন, ” আপনি বিজেপিতে এলে আপনার মঙ্গল হবে আর এই মুর্শিদাবাদ জেলারও মঙ্গল হবে। তৃণমূলের গ্রাস থেকে উদ্ধার করা যাবে মুর্শিদাবাদকে।” এদিন বিজেপি নেতা শুধু প্রদেশ কংগ্রেস সভাপতিকেই বিজেপি দলে আমন্ত্রন জানালেন না, পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যত সম্পর্কে বিশেষজ্ঞের ভঙ্গিতে বললেন , “২০১৯-এ লোসকভার পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে যাবে। তারপর বাংলার ক্ষমতায় আসবে বিজেপিই। তৃণমূল বুঝতে পেরে গিয়েছে ভবিষ্যত্‍। সেই কারণেই হারার ভয়ে পঞ্চায়েত ভোটে দখলদারি চালাল। তবে লোকসভায় সে সম্ভাবনা নেই। এবার তৃণমূল উবে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!